বোনকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, শাস্তি কিল-চড়
নিজস্ব প্রতিবেদন |
কিছু দিন ধরেই তাঁর বোনকে উত্ত্যক্ত করছিল স্থানীয় জনা কয়েক যুবক। শনিবার সকালে টিউশনে যাওয়ার সময়ে তাই বোনকে নিজের সাইকেলে বসিয়েই পৌঁছে দিতে যাচ্ছিলেন দাদা। রঘুনাথগঞ্জের মির্জাপুরের মোড়ে পৌঁছতেই ঘিরে ধরে ওই ‘রোমিও’-রা। শুরু হয় টিটকিরি। সাইকেল থেকে নেমে তারই প্রতিবাদ করেছিলেন দাদা। ‘শাস্তি’স্বরূপ ফিরে পেলেন কিল-চড়-লাথি। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন অন্য এক যুবকও।
জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিষয়টা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সবাই পালিয়েছে। তবে ওরা কেউই ছাড় পাবে না।” মির্জাপুরের দক্ষিণগ্রামের বাসিন্দা ওই কিশোরী বলেন, “গত কয়েক দিন ধরে পড়তে যাওয়ার সময়ে প্রায়ই ওই ছেলেগুলো আমাকে বিরক্ত করে। অশ্লীল অঙ্গভঙ্গি করে। দাদাকে এসে সে কথা জানিয়েছিলাম। এ দিন তাই দাদার সাইকেলেই টিউশন নিতে যাচ্ছিলাম। ওরা ঘিরে ধরে আমাদের। দাদা প্রতিবাদ করায় মারধরও করে।” প্রায় একই ঘটনার সাক্ষী থাকল বীরভূমের সাইদাপুর। সেখানেও এ দিন টিউশন নিয়ে ফেরার পথে পাঁচ ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করা শুরু করে কয়েক জন। এমনকী তাদের শ্লীলতহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ অবশ্য দায় এড়িয়ে যায়নি। তিন যুবককে গ্রেফতার করা হয়। |
নির্মাণ ভাঙার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
|
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংরক্ষিত বাঁকুড়ার বিষ্ণুপুরে ‘জোড় বাংলা’ মন্দিরের কাছের একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল প্রশাসন।
১৬৫৫ খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠিত টেরাকোটা কাজের ওই মন্দিরটি ভারতের প্রাচীন স্থাপত্যকীর্তির নিদর্শন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম মতো সংরক্ষিত মন্দিরের ২০০ মিটারের মধ্যে যে কোনও নির্মাণ অবৈধ। অথচ, ওই মন্দিরের ঠিক পিছনেই ১০০ মিটারেরও কম দূরত্বে একটি বাড়ি বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। |
জোড় বাংলার কাছে এই নির্মাণই ভাঙার নির্দেশ দিয়েছে প্রশাসন। ছবি: শুভ্র মিত্র। |
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান তথা বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জানান, বাড়িটি তৈরির জন্য পুরসভার কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। শনিবার মহকুমাশাসক (বিষ্ণুপুর) পলাশ সেনগুপ্ত বলেন, “ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং বিষ্ণুপুরের এসডিপিও-র মাধ্যমে ঘটনাটি জেনেই আমি নির্মাণকারীকে নোটিস পাঠিয়েছি। ১৫ দিনের মধ্যে নির্মাণকাজ বন্ধ করে সব নির্মাণ ভেঙে ফেলে জমিটি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে হবে।” ওই সময়সীমার মধ্যে এই নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এ দিন জানিয়েছেন তিনি। |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ছাত্রের। শনিবার সকালে বড়ঞা থানার মহিশগ্রামের এই ঘটনায় মৃতের নাম সামসুদ্দিন শেখ(১৪)। সে আন্দি লালচাঁদ ছাজের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এ দিন সামসুদ্দিন মহিশগ্রাম থেকে ওই থানার গোপীপুর গ্রামে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। গ্রামের রাস্তায় ইট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। |
ফেনসিডিল বিক্রি করে আট লক্ষ টাকার জাল নোট নিয়ে গাড়ি করে ফেরার পথে শুক্রবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। আটক করা হয়েছে গাড়িটিকেও। ধৃতদের নাম ব্রজেন্দ্র দোহরে, শিবকুমার দুপে, নরেন্দ্র পাল সিংহ, সরোজ কুমার ও কেশব সিংহ। পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশ থেকে কালিয়াচকে ফেনসিডিল নিয়ে এসে বিক্রি করে জাল নোট নিয়ে যেত। |
দু’টি উড়ালপুলের নকশা রাজ্য অনুমোদন করছে না, এই অভিযোগে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে বৃহস্পতিবার থেকে ৭ দিনের রিলে অনশনে বসেছে বহরমপুর টাউন কংগ্রেস। অনশন অবস্থানে শনিবার রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “হয় মুখ্যমন্ত্রী রেলকে উড়ালপুল নির্মাণের অনুমোদন দিন। নয়তো রাজ্য উড়ালপুল নির্মাণ করুক। রেল তখন বরাদ্দ প্রত্যাহার করবে।” |