|
|
|
|
টুকরো খবর |
নিয়োগপত্র না পেয়ে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের |
ডেকেও নিয়োগপত্র না-দেওয়ায় প্রাথমিক সংসদ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন ‘টেট’ উত্তীর্ণ প্রার্থীরা। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হয়েছিল মঙ্গলবার থেকে। শেষ হয় গত বৃহস্পতিবার। কাউন্সেলিংয়ে পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ পেয়ে যান উত্তীর্ণরা। প্রথম দিন শতাধিক প্রার্থীকে হাতে-নাতে নিয়োগপত্রও দেওয়া হয়। তবে, অনেক প্রার্থী হাতে-নাতে নিয়োগপত্র পাননি। যাঁরা পাননি, তাঁদের শনিবার কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে আসতে বলা হয়েছিল। সেই মতো এদিন সকাল থেকে ওই কেন্দ্রের সামনে ভিড় করেন প্রার্থীরা। দুপুরের পর সংসদ কর্তৃপক্ষ নিয়োগপত্র দেওয়া বন্ধ করে দিলে একাংশ প্রার্থী বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন ডাকার পরও সকলকে নিয়োগপত্র দেওয়া সম্ভব হল না? জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু বলেন, “কিছু প্রার্থীর সমস্ত কাগজপত্র ছিল না। তাঁদের নিয়োগপত্র দেওয়া যায়নি। এ ছাড়াও যত জনকে নিয়োগের অনুমোদন ছিল, তার চেয়ে বেশি প্রার্থী এসেছিলেন কাউন্সেলিংয়ে। ফলে সমস্যা হয়েছে। আমরা বিষয়টি রাজ্যকে জানাচ্ছি। রাজ্য থেকে দ্রুত অনুমোদন চলে আসবে। যাঁরা নিয়োগপত্র পাননি, পরবর্তী সময়ে হয় ডাকযোগে নয়তো হাতেনাতে তাঁরা নিয়োগপত্র পেয়ে যাবেন।”
|
ভোট বয়কটের ডাক সিপি-র |
মনোনয়নে কারচুপির অভিযোগে খড়্গপুর কলেজে ভোট বয়কটের ডাক দিল ছাত্র পরিষদ (সিপি)। শনিবার সাংবাদিক সম্মেলনে সিপি-র শহর সভাপতি অরিত্র দে অভিযোগ করেন, “মনোনয়নে কারচুপি হয়েছে। আর তাতে টিএমসিপিকে প্রশ্রয় দিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। তাই আমরা ২৮ জানুয়ারি খড়্গপুর কলেজের নির্বাচন বয়কট করছি।” বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা মামলা করেছেন বলেও জানান যুব কংগ্রেস নেতা অমিত পাণ্ডে। মনোনয়নে কারচুপির অভিযোগ উড়িয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অচিন্ত্য চট্টোপাধ্যায় বলেন, “হাইকোর্টের চিঠি পেয়েছি। সোমবার শুনানিতে সব কাগজপত্র নিয়ে যাব।”
|
মেদিনীপুর কলেজও স্বশাসিত |
স্বশাসিত হল মেদিনীপুর কলেজ। শনিবার ইউজিসি’র তরফে এই সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে কলেজে। ইউজিসি-র ডেপুটি সেক্রেটারি নিধি শর্মার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ, ২০১৪-১৫ সাল থেকে পরবর্তী ছ’বছরের জন্য মেদিনীপুর কলেজকে স্বশাসিত কলেজের অনুমোদন দেওয়া হল। এর ফলে, ওই কলেজ আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না। সিলেবাস, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষা নেওয়া সবই করবেন কলেজ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় শুধু ছাত্রছাত্রীদের শংসাপত্র দেবে। মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “আমরা আনন্দিত। ইউজিসিকে ধন্যবাদ।”
|
দুর্ঘটনায় মৃত তিন |
ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের শুক্রবার রাতে সবংয়ের সাউথপাড়ার ঘটনা। মৃত রাজু রায় (২৪) ও মিলন রাউল (২০) রায়পাড়ার বাসিন্দা। আর অমিতকুমার বেরা (১৯) থাকতেন গুমাই গ্রামে। ট্রাকটি আটক করেছে পুলিশ। |
|
|
|
|
|