|
|
|
|
যদি শিকে ছেঁড়ে, নির্বাচনে লড়াই করতে চান আডবাণী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৫ জানুয়ারি |
সঙ্ঘ তথা বিজেপির একাংশ চায় না তিনি এ বারের ভোটে লড়ুন। কিন্তু বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী নিজে আগামী লোকসভা ভোটে লড়তে চান। আর তিনি চাইলে তাঁর মুখের উপর আর কে না বলবে! বিজেপি সভাপতি রাজনাথ সিংহ অবশ্য পরিষ্কার আজ জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে আডবাণী যা চাইবেন তাই হবে।
কী চাইছে সঙ্ঘ পরিবার?
সঙ্ঘ এবং বিজেপি নেতাদের একাংশের মতে, সময় বদলেছে। তাই সময়ের দাবিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বিজেপিতেও যুগ পরিবর্তন প্রয়োজন। বিরোধী শিবিরে যখন রাহুল গাঁধী বা অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে আসছে, তখন বিজেপির অপেক্ষাকৃত তরুণ নেতাদের আরও সুযোগ দেওয়া উচিত। তবে আডবাণীর মতো বর্ষীয়ান নেতারা মাথার ওপরে থাকুন। সঙ্ঘের বক্তব্য, আডবাণী যদি সক্রিয় রাজনীতিতে থাকতে চান, তা হলে রাজ্যসভায় থেকে গণতন্ত্রকে সমৃদ্ধ করুন।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। কিন্তু অনেকের ধারণা, পোড় খাওয়া রাজনীতিক আডবাণী সুযোগের অপেক্ষায় রয়েছেন। ভোট পরবর্তী পরিস্থিতিতে কিছু সম্ভাব্য শরিক দল যদি মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থনে রাজি না হয়, তখন বিকল্প হিসাবে প্রাক্তন এই উপপ্রধানমন্ত্রীর নাম আলোচনায় উঠে আসতে পারে।
আডবাণীর সেই অঙ্ক একেবারেই ভেস্তে দিতেই গত কাল ও আজ মোদী-ঘনিষ্ঠ বিজেপি নেতাদের একাংশ আডবাণীর নাম রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচার চালায়। তা থেকেই বিতর্কের সূত্রপাত। রাজ্যসভায় ৫৫টি আসনের নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। যার মধ্যে বিজেপির ঝুলিতে যাবে ১৩টি আসন। অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলে গেলেও, গুজরাতের দু’টি ও ছত্তীসগঢ়ের একটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দল। মোদী শিবির প্রচার করে, গুজরাতের একটি রাজ্যসভা আসন থেকে আডবাণীর নাম ভাবছে দল। এই প্রচারে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ জানান আডবাণী।
লোকসভা নির্বাচনের আগে নতুন করে দলের মধ্যে এই মতান্তর ঠেকাতে তৎপর হন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। আজ তিনি জানিয়ে দিয়েছেন, “আডবাণীজি কোথা থেকে লড়বেন, তা একমাত্র তিনিই ঠিক করবেন।” তবে রাজনাথ কিন্তু স্পষ্ট করেননি আডবাণী আদৌ লোকসভা নির্বাচনে লড়বেন কি না। উল্টে তিনি বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। যা দেখে অনেকেই মনে করছেন, আডবাণী যাতে নির্বাচনে না লড়েন তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে মোদী শিবির। যদিও সরকারি ভাবে বিজেপির দাবি, সময় এলেই
সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হবে। তখনই বোঝা যাবে কে কোথা থেকে লড়ছেন। |
পুরনো খবর: নেতাজিও পুঁজি মোদীর? সংসদে শুধুই আডবাণী |
|
|
|
|
|