সদ্যপ্রয়াত সুচিত্রা সেন পেয়েছিলেন ১৯৭২ সালে। তার ৪২ বছর পর বাংলার আরও দুই কিংবদন্তি নায়িকা, সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া দেবীকে পদ্মশ্রী খেতাব দিয়ে সম্মানিত করা হল। সাবিত্রী ও সুপ্রিয়াদেবী দু’জনেই এই সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। “এ রকম একটা সম্মান পেলে কে খুশি হবে না বলুন? আমার নিজের মনে হয়, আমাকে আরও কিছু বছর আগে ওরা দিতে পারত। কিন্তু এখন সে সব বলার সময় নয়। এই সম্মানটা সারা জীবন মনে রাখব,” বলছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। পদ্মশ্রী সম্মান পেয়ে খুশি সুপ্রিয়া দেবীও। “সে অর্থে জীবনে কোনও পুরস্কার পাইনি। উত্তম চলে গেল। তবে শেষ বয়সে এসে এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি। তবে পুরোটাই আপনাদের, মানে মিডিয়ার মাধ্যমে জানছি। আমি তো কিছু জানতামই না,” বলছেন সুপ্রিয়াদেবী। এই দুই নায়িকাকে পদ্মশ্রী দেওয়ার খবর পেয়ে খুশি সুচিত্রাকন্যা মুনমুন সেনও। “ভীষণ ভাল লাগছে খবরটা পেয়ে। সাবুদি, সুপ্রিয়াদেবী দু’জনেই ডিজার্ভ করে এই সম্মান। আমার নিজেকেও খুব গর্বিত লাগছে,” বলছেন মুনমুন।
|
শ্যুটিংয়ে জখম হয়েছিলেন। পরীক্ষায় জানা গেল ডান কাঁধের হাড় ভেঙেছে শাহরুখ খানের। দু’দিন আগে মুম্বইয়ের এক হোটেলে ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শ্যুটিংয়ের সময় জখম হন তিনি।
|