টুকরো খবর
নয়া মিউচুয়াল ফান্ড
বাজারে দু’টি মিউচুয়াল ফান্ড প্রকল্প আনল ডয়েশ অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, তাদের ‘ইনফ্লেশন ইন্ডেক্সড বন্ড ফান্ড’ এবং ‘টপ ইউরোল্যান্ড অফশোর ফান্ড’ প্রকল্প দু’টি ওপেন এন্ডেড। প্রথমটিতে লগ্নি করা যাবে ২৭ জানুয়ারি পর্যন্ত। মূলত কেন্দ্রের মূল্যবৃদ্ধি সূচক বন্ডে লগ্নি করবে এই ফান্ডটি। দ্বিতীয় ফান্ডটির তহবিল লগ্নি করা হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত দেশগুলির বিভিন্ন সংস্থার শেয়ারে।

ত্রৈমাসিক ফলাফল
• মাইক্রোসফট দ্বিতীয় ত্রৈমাসিকে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের নিট মুনাফা ৩.৪৭% বেড়ে হয়েছে ৬৫৬ কোটি ডলার। মূলত ভিডিও গেম কনসোল এক্স-বক্সের বিক্রি বাড়ার হাত ধরেই মুনাফা বাড়িয়েছে সংস্থা। এর আগেই সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার ব্যবসায় জোর দেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি সেই লক্ষ্যে ফিনিশ মোবাইল নির্মাতা নোকিয়াও হাতে নিয়েছে তারা। অক্টোবর থেকে ডিসেম্বরে সংস্থার মোট আয়ও বেড়েছে ১৪%। দাঁড়িয়েছে ২,৪৫২ কোটি ডলারে।

• প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের নিট মুনাফা কমেছে ১৬%। দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ডলারে। অন্য দিকে, তাদের ব্যবসাও বিশেষজ্ঞদের পূর্বাভাসের তুলনায় কম হয়েছে। যার অঙ্ক ২,২২৮ কোটি ডলার।

• এডেলওয়েইজ ফিনান্সিয়াল সার্ভিসেস ত-তীয় ত্রৈমাসিকে এডেলওয়েইজ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর নিট মুনাফা ২৬% বেড়ে হয়েছে ৫৭.৮ কোটি টাকা। মোট আয়ও ২০% বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯ কোটিতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.