কলকাতা টেলিফোন্সের নম্বর নিলামে ভাল সাড়া
দু’টি বিশেষ ধরনের নম্বরের (ফ্যান্সি নাম্বার) নিলামের ন্যূনতম দর বি এস এন এলের কলকাতা টেলিফোন্স বেঁধে দিয়েছিল ৩৫ হাজার টাকায়। শেষ পর্যন্ত সে দু’টি বিক্রি হল যথাক্রমে ৩৯ হাজার ও ৩৮ হাজারেরও বেশিতে। সব মিলিয়ে ৭৫টি নম্বর নিলামে চড়িয়েছিল সংস্থা। এর মধ্যে প্রথম দফায় এখনও পর্যন্ত বিক্রি হয়েছে ১৫টি নম্বর। যা দেখে ‘আশাবাদী’ সংস্থা ১৫ ফেব্রুয়ারি থেকে পরের দফায় আরও ৫০০টি নম্বর নিলামের সিদ্ধান্ত নিয়েছে।
হরেক নম্বরের ভিড়ে নিজেকে আলাদা করে চেনানোর চাহিদা গ্রাহকদের একাংশের মধ্যে থাকেই। সেই চাহিদাকে পুঁজি করে বিপণন কৌশলের মাধ্যমে ক্রেতা টানা ব্যবসার অন্যতম হাতিয়ার। গাড়ির ক্ষেত্রেও বিশেষ নম্বরের চাহিদা রয়েছে। বিশেষ ধরনের নম্বর বাড়তি দরে বিক্রির প্রথা আছে টেলিকম শিল্পেও। সেগুলিকেই ‘ফ্যান্সি’ বা ‘প্রিমিয়াম’ নম্বর বলে। তবে ওই সব নম্বরের সিমের দর নির্দিষ্ট। যিনি তা দেবেন, সিম-টি তাঁরই হবে। একজন সেই দর দিতে রাজি থাকলে অন্য জনের বাড়তি দাম দেওয়ার সুযোগ নেই। বিএসএনএল-ও এ ধরনের কিছু নম্বর ৭৫০ টাকা দিয়ে বিক্রি করে। এর পরের ধাপই হল নিলাম। বিএসএনএল-ই প্রথম এই নিলাম চালু করেছে।
আগে বিএসএনএলের পশ্চিমবঙ্গ সার্কেল কিছু নম্বরের নিলাম করলেও কলকাতা টেলিফোন্স এই প্রথম নিলামে ৭৫টি নম্বর তুলল। সংস্থা সূত্রে খবর,গত ১৬ জানুয়ারি পর্যন্ত চলা ওই নিলামে ২৪ জন অংশ নেন। বিক্রি হয়েছে ১৫টি নম্বর। ২৫-৩৫ হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে দু’টি, ১০-২৫ হাজারের মধ্যে একটি, ৫-১০ হাজারের মধ্যে ৫টি ও ৫ হাজারের মধ্যে ৫টি নম্বর।
এই নিলাম পর্ব কতটা ফলপ্রসূ হল? কলকাতা টেলিফোন্স-এর সিজিএম গৌতম চক্রবর্তী অবশ্য টাকা বা সংখ্যার বিচারে বিষয়টি দেখতে নারাজ। তিনি বলেন, “এটা প্রমাণ করছে, বি এস এন এল সম্পর্কে মানুষের আস্থা ও আগ্রহ রয়েছে। আমাদের পরিষেবার সে রকম প্রচার না-থাকলেও গ্রাহকদের এই সাড়া আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে।” সংস্থা সূত্রে খবর, যে-সব আগ্রহী ক্রেতা সর্বোচ্চ দর দিয়েও নম্বর কেনেননি, নিলামের নিয়ম মেনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা আগ্রহী থাকলে তিনি সেটি কেনার সুযোগ পাবেন।
অন্য দিকে, সংস্থার পশ্চিমবঙ্গ সার্কেলেও ১৬-৩০ জানুয়ারি পর্যন্ত ১৫০টি নম্বরের নিলাম চলছে। এখনও পর্যন্ত আটটি নম্বরের জন্য একাধিক দর জমা পড়েছে। সংস্থা সূত্রে খবর, পুরোটাই ওয়েবসাইটে ‘অনলাইনে’ নিলাম হচ্ছে। সাড়া কম পেলে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমেও নম্বর নিলামের ভাবনা রয়েছে তাদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.