টুকরো খবর
বাইক দুর্ঘটনায় মৃত্যু
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগরের কুলগাছির এই ঘটনায় মৃতের নাম মানব কুণ্ডু (৩৯)। বাড়ি নবদ্বীপের তমালতলায়। এ দিন মাজদিয়া থেকে ব্যবসার কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। হঠাৎই উল্টো দিকে থেকে একটি লরির মুখোমুখি পড়েন তিনি। কিন্তু কুয়াশার কারণে প্রথমে তিনি তা দেখতে পাননি। পরে পাশ কাটাতে গিয়ে বাইকটি ধাক্কা মারে একটি সেতুতে। ঘটনাস্থলেই মারা যান মানববাবু। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

ধর্মদা পঞ্চায়েতে ভাঙচুর
একশো দিনের কাজের প্রকল্পে কাজ করেও ‘মাস্টার রোল’-এ নাম না থাকার অভিযোগ তুলে জনাকয়েক যুবক পঞ্চায়েতে ভাঙচুর চালাল। অভিযোগ, শুক্রবার এগারোটা নাগাদ নাকাশিপাড়ার কিনুপোতা গ্রামের ওই যুবকরা আচমকা ধর্মদা পঞ্চায়েতে ঢুকে তিনটি ঘর তছনছ করে। পুলিশ আসার আগেই ওই যুবকরা পিঠটান দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুরে জড়িত এক যুবক ধরা পড়ে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পঞ্চায়েতের প্রধান সিপিএম এর শ্যামসুন্দর দে বলেন, “হামলাকারীরা তৃণমূলের লোক। বিনা কারণে ওরা পঞ্চায়েতে হামলা চালাল।” পঞ্চায়েতের সহায়ক অরুণ পোদ্দার বলেন, “ওরা কাজ না করেই টাকা চাইছে।” এলাকার বিধায়ক তৃণমূলের বিধায়ক কল্লোল খাঁ বলেন, “একশো দিনের কাজের টাকা না দেওয়ায় মানুষ রেগে গিয়ে পঞ্চায়েতে চড়াও হয়েছেন। এতে আমাদের দলের কেউ জড়িত নয়।”

যুবকের দেহ উদ্ধার
গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ভোরে গাংনাপুরের বেলঘরিয়া এলাকার ঘটনা। মৃত স্বপন মণ্ডল(৩৯) পেশায় রাজমিস্ত্রি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বৈদ্যপুর-২ গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়ায় রাস্তার ধারে প্রাতঃভ্রমণে বেরিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, খুনের কারণ পরিষ্কার নয়। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

মেয়েকে ধর্ষণে ধৃত বাবা
এক ব্যক্তির বিরুদ্ধে তাঁরই কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীর মা ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ওই মহিলাকে তাঁর স্বামী মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর ছয় ছেলেমেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন পেশায় ভ্যানচালক ওই ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে ফরাক্কা থানায় মেয়ের উপরে যৌন নির্যাতন করার জন্য স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই কিশোরীর মা। পুলিশ ওই কিশোরীকে জঙ্গিপুর আদালতে নিয়ে যায় জবানবন্দি দিতে। পুলিশ ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখছে।

জেলে জ্যোতিষী
বহরমপুরে তিন মহিলা খুনের অভিযোগে ধৃত ‘জ্যোতিষী’ নিত্যানন্দ দাসকে শুক্রবার ১৩ দিন জেল হাজতে পাঠাল মুর্শিদাবাদের আদালত। তিন মহিলাকে খুন করে তাঁদের গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগেও ওই যুবক অভিযুক্ত। সেই গয়না কেনার দায়ে ওমর আলি শেখ নামে সারগাছির এক ব্যবসায়ীকেও ১৩ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.