একটি গুজবের জেরে শুক্রবার সকালে গোঘাটে একটি রেলইঞ্জিন ঘণ্টা খানেক আটকে রাখল জনতা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আনন্দলাল ঘোষ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। এর পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
তারকেশ্বর-আরামবাগের মধ্যে রেল চলাচল শুরু হয়েছে বছর দুয়েক আগে। বাঁকুড়া পর্যন্ত তৈরি করা হবে ওই রেলপথ। |
এর মধ্যে আরামবাগ থেকে গোঘাট (সাড়ে ৯ কিলোমিটার) পর্যন্ত রেল লাইন পাতার কাজ শেষ হয়েছে। শুক্রবার সকালে গোঘাট থেকে আরামবাগ পর্যন্ত ইঞ্জিন চালিয়ে রেলপথের অবস্থা পরীক্ষা (ইঞ্জিন রোলিং প্রোগ্রাম) করা হচ্ছিল। সেই সময়েই রটে যায় গোঘাটে রেল স্টেশন হবে না। তখনই কয়েকশো মানুষ ইঞ্জিনটি আটকান।
বিক্ষোভকারীদের অভিযোগ, এখানে একটি পুরোদস্তুর স্টেশনের পরিবর্তে হল্ট স্টেশন হবে বলে শোনা যাচ্ছে। অথচ, স্টেশনের জন্য জমি দিতে তাঁরা কার্পণ্য করেননি। আনন্দবাবু বলেন, “গোঘাটে স্টেশন হবে। বৈদ্যুতিকরণের কাজ বাকি আছে। সেই কাজও শীঘ্রই চালু হবে।” মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। |