পুর-পদে মনোনয়ন মালবাজারে
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পুরসভার ভাইস চেয়ারম্যান হলেন কংগ্রেস কাউন্সিলর কুন্দন লোহার। মঙ্গলবার পুরসভার কাউন্সিলরদের বৈঠকে তাঁকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। তৃণমূল কাউন্সিলর তথা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অপু সরকার সভায় কুন্দন লোহারের নাম প্রস্তাব করলে সেই নাম গৃহীত হয়। এ দিন কুন্দনবাবুকে শপথবাক্যও পাঠ করানো হয়। তৃণমূলের সঙ্গে জোট করে মালবাজার পুরসভায় বোডর্র্ গঠন করার জন্যেই কংগ্রেসকে ভাইস চেয়ারম্যান পদ ছাড়া হয়েছে। যদিও, মালবাজার টাউন কংগ্রেস সভাপতি মিঠু মুখোপাধ্যায় বলেন, “কংগ্রেসের ২ কাউন্সিলরের সমর্থনে মালবাজার পুরবোর্ড গঠিত হয়েছে। দলের কোনও কাউন্সিলরকে ভাইস চেয়ারম্যান মনোনীত করতে হলে আগে দলকে জানাতে হত।” যদিও, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন সাহা বলেন, “দলগত ভাবনার বাইরে সর্বসম্মতিক্রমেই কুন্দন লোহারকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।” কুন্দনবাবু বিষয়টি দলের নেতৃত্বকে জানান বলে দাবি করেন।
|
মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বারুইপুরের এসএফআই-এর নেতা সইফুদ্দিন মোল্লাকে খুন করেছে তৃণমূল সমর্থকেরাএই অভিযোগ তুলে তাঁদের নীরব প্রতিবাদ জানালেন এসএফআই-এর সদস্য সমর্থকেরা। মঙ্গলবার শিলিগুড়িতে হাসমিচকে মুখে কালো কাপড় বেঁধে এক ঘণ্টা চুপ করে দাঁড়িয়ে থাকেন তাঁরা। সারা রাজ্যেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে এসএফআই সূত্রে জানা গিয়েছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক সৌরভ দাস এ দিন বলেন, “সোমবারই সারা রাজ্যে এই কর্মসূচি পালন হয়েছে। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী থাকায় মঙ্গলবার কর্মসূচি পালন করা হয়েছে।” তৃণমূল কংগ্রেসের খুনের রাজনীতি বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছেন সৌরভ। এ দিন প্রায় পঞ্চাশ জন সদস্য সমর্থকদের নিয়ে কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌরভ সরকারও।
|
ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শীতলাপাড়ার যুবক রাজুমালো দাসের খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। সমীর মজুমদার নামে ওই ব্যক্তির বাড়িও শীতলাপাড়া এলাকাতেই। পুলিশ তদন্তে নেমে তাঁকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে। তাঁকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হলে তাঁর তিনদিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক। গত সপ্তাহে শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় তৃতীয় মহানন্দা সেতুর নিচে রাজুমালো দাসের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির লোকজন নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে একটি খুনের অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
|
ভোরবেলায় ছাদে উঠে শূন্যে কয়েক রাউন্ড চালিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন দার্জিলিং জেলা পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার জেলা সংশোধনাগারে এমনই ঘটেছে বলে। মৃতের নাম শ্যামল বর্মন (৪১)। তিনি কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। সংশোধনাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা শ্যামলবাবু দু’দিন আগেই বাড়ি থেকে ফিরেছেন। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নিজের গলায় রাইফেল ঠেকিয়ে তিনি গুলি চালিয়ে দেন বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। |