টুকরো খবর |
ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক মৃত খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পণ্য ওঠানো-নামানোর কাজে যুক্ত দুই শ্রমিকের। জখম হলেন আরও পাঁচ যাত্রী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ এলাকার লছমাপুর বাসস্টপে। মৃত দুই শ্রমিক মিঠু দোলই (২৮) ও পবিত্র বাগের (৩০) বাড়ি ওই এলাকারই কাঞ্চনতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ময়না থেকে মেদিনীপুরগামী একটি বাস ওই বাসস্টপে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। সেই সময়ই বাসের পিছনের ‘লাগেজ বক্সে’ চাষিদের ফুলের বস্তা ওঠানোর কাজ করছিলেন মিঠু ও পবিত্র। এ দিকে সকালে ঘন কুয়াশায় বাস দাঁড়িয়ে আছে তা দেখতে না পেয়ে একই অভিমুখে দ্রুতগতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে বাসের পেছনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই শ্রমিকের। জখম হন বাসের পাঁচ যাত্রী। তাঁদের মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। ট্রাক চালক পলাতক। তবে ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে খড়্গপুর গ্রামীণ পুলিশ।
|
বধূ নির্যাতন, গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
একই থানা এলাকায় দু’টি পৃথক বধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার হলেন স্বামী ও শাশুড়ি। মঙ্গলবার সকালে তাঁদের ধরে দাঁতন থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে দাঁতনের কোতাইয়ের বাসন্তী দাসের বিয়ে হয় এগরার অনুপমের সঙ্গে। শ্বশুর বাড়ির লোকজন টাকার দাবিতে বাসন্তীর ওপর অত্যাচার চালাত বলে অভিযোগ। টাকা দিতে না পারায় অনুপম ছাড়াও শ্বশুর অনুপ ও শাশুড়ি অনিতা দাস মারধর করতেন। মাস দু’য়েক আগে বাপের বাড়ি চলে আসেন বাসন্তী। গত ডিসেম্বরে শ্বশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর অনুপমকে এ দিন ধরে পুলিশ। তবে শ্বশুর-শাশুড়ি এখনও পলাতক। অন্য দিকে, ডিসেম্বর মাসেই দাঁতনের বাঁশকানির কুন্তি ঘোড়ই তাঁর স্বামী শম্ভু-সহ ৪ জনের নামে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। পুলিশ এ দিন শাশুড়ি লক্ষ্মী ঘোড়ইকে গ্রেফতার করলেও বাকি অভিযুক্তরা পলাতক।
|
কাউন্সেলিং শুরু প্রাথমিকে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছোট্ট মেয়েকে নিয়েই প্রাথমিকের কাউন্সিলিংয়ে মা। |
প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পশ্চিম মেদিনীপুরে কাউন্সেলিং শুরু হল মঙ্গলবার। চলবে কাল, বৃহস্পতিবার পর্যন্ত। মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ‘টেট’ পরীক্ষা এবং পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরই ডাকা হয়েছে। এর ফলে, পছন্দের স্কুল বাছার সুযোগ থাকছে। এ দিন বহু প্রার্থীর হাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
|
শিক্ষকদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাথমিক স্কুলে ভর্তির বয়স সংক্রান্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত সংশোধন, সরকারি সব পাঠ্যপুস্তক অবিলম্বে ছাত্রছাত্রীদের দেওয়া-সহ ১০ দফা দাবিতে মঙ্গলবার জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিল এবিটিএ-সহ ৮টি বামপন্থী শিক্ষক সংগঠন। জেলাশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
|
মৃত ছাত্রনেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল মেদিনীপুর আইটিআইয়ের টিএমসিপি নেতা সত্য সানি (২৮)-র। মঙ্গলবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে শালবনির ভাদুতলার কাছে। মোটরবাইকে গোদাপিয়াশাল থেকে মেদিনীপুরের দিকে আসছিলেন সত্য। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি লরির পিছনে ধাক্কা মারলে গুরুতর জখম হন সত্য। মেডিক্যালে আনা হলে মৃত্যু হয় তাঁর।
|
সমবায় নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুরের প্রেমবাজার সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল হিজলি সমবায় সমিতি সুরক্ষা কমিটি। রবিবার ছিল ওই সমবায় সমিতির নির্বাচন। বিগত বছরেও ওই সংগঠনই জয়ী হয়।
|
কোথায় কী |
বুধবার
স্কুলের অনুষ্ঠান: হরিশপুরের কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের
প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক অনুষ্ঠান। সকাল ৯টায় শুরু।
সুবর্ণজয়ন্তী: কেশপুরের তেঘড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের
সুবর্ণজয়ন্তী উৎসব। আজ সূচনা। চলবে শুক্রবার পর্যন্ত। |
|