রাজ্যে গাড়ির দূষণ মাপার জন্য কিছু স্বয়ংক্রিয় কেন্দ্র থাকলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। তাই আরও নতুন কেন্দ্র খোলা হচ্ছে বলে জানান পরিবহণ দফতরের যুগ্মসচিব তপনকুমার গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট (টেরি) আয়োজিত এক আলোচনাচক্রে তিনি জানান, ওই সব কেন্দ্রের মধ্যে সমন্বয়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এর ফলে দফতরের সদর থেকে সব কেন্দ্রে নজরদারি চালানো যাবে। কলকাতার অটোয় এলপিজি চালু হলেও শহরতলি ও রাজ্যের অন্যত্র ভেজাল তেলেই অটো চলছে। অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েলের এগ্জিকিউটিভ ডিরেক্টর ইন্দ্রজিৎ বসু জানান, রাজ্যে এলপিজি সরবরাহের জন্য পাইপলাইনের কাজ চলছে। কয়েক বছরের মধ্যে এলপিজি সরবরাহ বাড়বে। |
খাবারের অভাব, কারণ শীতে শুকিয়েছে ঘাস। বন দফতর এ বছর নতুন করে ঘাস না
বোনায় বনকর্মীদের সংগ্রহ করে আনা গাছের পাতা খেতেই বাধ্য হচ্ছে সম্বর ও চিতলের
দল। ফালাকাটা কুঞ্জনগর ইকোপার্কে। ছবি: রাজকুমার মোদক।
|
সমুদ্র থেকে তাড়িয়ে খাঁড়িতে ঢুকিয়ে ডলফিন হত্যার উৎসবে মেতেছেন জাপানের
মৎস্যজীবীরা। আর্ন্তজাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও বন্ধ হচ্ছে না এই নিধন। তাইজিতে এপির ছবি। |