সাহায্যের হাত অসুস্থ দুই বৃদ্ধকে
নিজস্ব সংবাদদাতা |
দু’দিন ধরে দুই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছিলেন লেকটাউনের কালিন্দী মোড়ে। হাঁটা-চলা দূরের কথা, কথাও বলতে পারছিলেন না ভাল করে। শীতে জুটেছিল ছেঁড়া চাদর। জনবহুল রাস্তায় তাঁদের দেখেছেন অনেকেই। কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। শেষে কালিন্দীরই একদল যুবক মঙ্গলবার তাঁদের নিয়ে ভর্তি করেন আর জি করে। পুলিশের অনুমান, তাঁরা ভবঘুরে। পুলিশ জানায়, কালিন্দীর সাত যুবক দুই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদেরই এক জন রাজু ঘোষ বলেন, “ওঁরা সুস্থ হলে ওঁদের ঠিকানা বার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। বাড়ি কোথায় বলতে না পারলে পুলিশের সাহায্যে হোমে পাঠানোর ব্যবস্থা করতে হবে।”
|
পুলিশের দ্বারস্থ নিখোঁজের স্ত্রী |
এক মাস নিখোঁজ থাকার পরেও হদিস না মেলায় মঙ্গলবার লালবাজারের দ্বারস্থ হলেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী। একবালপুর থানা এলাকার বাসিন্দা মহম্মদ উবেদ গত ২৫ ডিসেম্বর নিখোঁজ হন। উবেদের স্ত্রী জানিসা খাতুনের অভিযোগ, ঘটনার সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজন যুক্ত। প্রায় এক মাস কেটে গেলেও কোনও খবর দিতে পারেনি পুলিশ। তাই স্বামীকে খুঁজে দেওয়ার আর্জি জানাতে এ দিন তিনি লালবাজারে আসেন। |