রাজ্যের ৬ জেলায় গ্যাসের দোকানে আধার শিবির শীঘ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সব কিছু ঠিকঠাক চললে কোচবিহারের মতো রাজ্যের আরও ৬ জেলাতেও আগামী দিনে রান্নার গ্যাসের দোকানে শুধুমাত্র গ্রাহকদের আধার কার্ডের জন্য ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য (চোখের মণির ছবি ও আঙুলের ছাপ) সংগ্রহের শিবির চালু হবে। মঙ্গলবার দিল্লিতে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকের পরে এমনই ইঙ্গিত মিলেছে। তবে কবে থেকে কোথায় ওই শিবির চালু হবে তা চুড়ান্ত হয়নি। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া-র দফতরে পেট্রোলিয়াম মন্ত্রক, ৩ তেল সংস্থা, জাতীয় জনগণনা দফতর ও তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বৈঠকে কোচবিহার-সহ দেশের ৫ জেলায় রান্নার গ্যাসের দোকানের শিবিরের বিষয়টি পর্যালোচনা করা হয়। সরকারি সূত্রে খবর, প্রাথমিক ভাবে স্থির হয়, ওই ৫ রাজ্যের অন্য জেলাতেও একই ব্যবস্থা চালু হতে পারে। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ৬ জেলাতেও ওই ব্যবস্থা চালুর হওয়ার কথা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তা ঠিক করবে তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। প্রসঙ্গত, এ ব্যবস্থা কলকাতায় প্রথমে চালু হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে গিয়েছিল।
|
ব্যবসা বাড়াতে ঋণপত্র বা শেয়ার ছেড়ে ১,০০০ কোটি টাকা পর্যন্ত তহবিল তুলতে চায় কোয়ালিটি। লগ্নিকারীদের সঙ্গে এ জন্য কথা বলছে তারা। |