টুকরো খবর
রেশম মেলা
রেশম চাষে উন্নত প্রযুক্তি-সহ উন্নত প্রজাতির ব্যবহার এবং রেশম চাষিদের তা নিয়ে সচেতন করতে কেন্দ্র সরকারের রেশম পর্ষদ, বস্ত্র মন্ত্রালয়ের অধীন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত কেন্দ্রীয় রেশম গবেষণা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে এক দিনের রেশম কৃষি মেলা অনুষ্ঠিত হল রামপুরহাটে। অনুষ্ঠানে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার রেশম চাষি ছাড়াও ঝাড়খণ্ডের রাজমহল এবং মহেষপুর এলাকার রেশমচাষিরা ছিলেন। তাঁরা প্রশ্ন-উত্তর পর্বে আলোচনাতেও যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেশম উপাদন অনুসন্ধান এবং প্রশিক্ষণ সংস্থার নির্দেশক এস নির্মল কুমার প্রমুখ।

বৃদ্ধা খুনে সশ্রম কারাদণ্ড লাদেনের
ডাইনি সন্দেহে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল ৬২ বছরের এক বৃদ্ধাকে। ওই নৃশংস ঘটনার সাক্ষী ছিল নিহতের ৮ বছরের এক নাতি। মঙ্গলবার ওই মামলায় নিহতের প্রতিবেশী এক প্রৌঢ়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল সিউড়ি জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট আদালতে। সোমবারই অভিযুক্ত লাদেন টুডুকে দোষী সাব্যস্ত করেছিলেন অতিরিক্ত দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত। সরকারি আইনজীবী তপন গোস্বামী বলেন, “দু’ বছর আগের ওই খুনের ঘটনায় বিচারক আগেই লাদেন টুডুকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪খ ধারায় দোষী সাব্যস্ত করেন। এ দিন লাদেনের ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস শাস্তির মেয়াদ বাড়বে।”সরকারি আইনজীবী জানিয়েছেন, ২০১২ সালের ২৫ অক্টোবর পাড়ুই থানার বাদিনপুর গ্রামের ওই ঘটনায় বাড়ির উঠোনে বসে ছিলেন সুন্দরী মুর্মু (৬২) নামে ওই বৃদ্ধা। নিহতের এক নাতি জীবন মুর্মু বলেন, “লাদেন হঠাৎই এসে দিদাকে ডাইনি অপবাদ দিতে শুরু করে। ঠিক তখনই কাছেই পড়ে থাকা একটি বাঁশ দিয়ে দিদাকে পেটায়।” মারধরে সুন্দরীদেবী মাথায় গুরুতর চোট পান। তাঁকে প্রথমে স্থানীয় অবিনাশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সুন্দরীদেবীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিন রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মেয়ে দিদিমণি মুর্মুর অভিযোগের ভিত্তিতে পুলিশ লাদেনকে গ্রেফতার করে। সুন্দরীদেবীকে খুনে ধৃত লাদেন এত দিন জেল হাজতেই ছিল। ওই মামলায় সাক্ষী ছিল নিহতের আর এক নাতি ৮ বছরের মদন কিস্কু। সাজা ঘোষণার পরে জীবন বলেন, “লাদেন ডাইনি অপবাদ দিয়ে আমার দিদাকে খুন করেছিল। ওর আরও কঠিন শাস্তি প্রত্যাশা করেছিলাম।”

হস্টেল সুপারের জেল
ছাত্রাবাসে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সুপারকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতেই অভিযুক্ত দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন রাজনগর সিসালফার্ম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাজেশের বাবা কটা হেমব্রম। পুলিশ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং ২০১ ধারায় প্রমাণ লোপের চেষ্টার মামলা দিয়েছে। মঙ্গলবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেস হাজতে রাখার নির্দেশ দেন। সোমবার সকালে রাজনগরের ওই স্কুলে চত্বরে থাকা অনগ্রসর শ্রেণিকল্যাণ ছাত্রাবাসের ওই আবাসিক ছাত্র প্রার্থনার লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। তার ঘণ্টা দেড়েকের মধ্যেই রাজেশ মারা যায়। ওই ঘটনায় ছাত্রাবাসের সুপারের বিরুদ্ধে মৃত ছাত্রের পরিবার গাফিলতির অভিযোগ এনেছিলেন। তাঁদের দাবি, চিকিৎসার কোনও ব্যবস্থা না করে অসুস্থ রাজেশকে কেবল ছাত্রাবাসের বিছানায় পৌঁছে দিয়ে দুই সিনিয়র ছাত্রকে তার বাড়িতে খবর দেওয়ার নির্দেশ দিয়ে ছাত্রাবাস ছেড়ে চলে যান। সোমবার ক্ষুব্ধ পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ স্কুলে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভও দেখিয়েছিলেন।

অমিল গ্যাস
তিন মাস ধরে তারাপীঠ এলাকায় রান্নার গ্যাস চাহিদামতো জোগান না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এলাকার গ্যাসের দোকানে তাই সকাল থেকে দুপুর পর্যন্ত সাহাপুর, খরুণ, বুধিগ্রাম, ডাবুক এই চারটি পঞ্চায়েত এলাকার হাজার হাজার গ্রাহককে রোজদিন লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস না পেয়ে ঘুরে যেতে হচ্ছে বলে অভিযোগ। তারাপীঠ এলাকার ডিস্ট্রিবিউটর জয়ন্ত রায় বলেন, “চাহিদা অনুযায়ী যেখানে ২০ ট্রাক মাল দরকার সেখানে গত অক্টোবর থেকে মাত্র ১২ গাড়ি মাল আসছে। গ্রাহকদের দাবি মতো পরিষেবা দিতে পারছি না। প্রতিদিনই অনেককেই কাউন্টারে এসে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে।”

দুর্ঘটনায় জখম
লরির পিছনে ধাক্কা মারল সরকারি বাস। ওই দুর্ঘটনায় অল্পবিস্তর জখম হলেন জনা ৮-১০ বাসযাত্রী। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দুবরাজপুর থানা এলাকার গোপালপুর গ্রামের কাছে, পানাগড়-দুবরাপুর ১৪ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার দুর্গাপুর-বহরমপুর রুটের একটি বাস সামনে চলতে থাকা দশ চাকা লরিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরেই সরকারি গাড়ির চালক পালিয়ে যান বলে খবর। ঝামেলা এড়াতে পালিয়ে যায় লরিটিও। পুলিশ ও স্থানীয়রাই আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বোমাবাজি
বন্ধ পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে বোমাবাজি করল দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যায় কাঁকরতলার বড়রা পঞ্চায়েতের ঘটনা। পুলিশ কাউকে ধরতে পারেনি। কারা ওই ঘটনায় জড়িত, তাও পুলিশের কাছে স্পষ্ট নয়। পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তথা স্থানীয় বাসিন্দা কাঞ্চন আধিকারি বলেন, “পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে বাধা দিতেই এমন ঘটনা ঘটনো হয়েছে বলে মনে হচ্ছে।”

কোথায় কী

বোলপুর ডাকবাংলো ময়দান।

খাদি মেলা। দুপুর ২টো থেকে রাত ৯টা। আয়োজক: ভারত সরকারের খাদি গ্রামোদ্যোগ ও
কমিশন, ক্ষুদ্র, লঘু ও মধ্যম উদ্যোগ মন্ত্রালয় এবং খাদি গ্রামোদ্যোগ ভবন। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভারত সেবাশ্রম সঙঘ, রামপুরহাট প্রণব পল্লি।

২৩তম বার্ষিক অনুষ্ঠান। সকাল থেকে সন্ধ্যা নানা অনুষ্ঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.