বিরোধীদের দমন করতে রাজধানী ব্যাঙ্কক ও সংলগ্ন এলাকায় ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করল ইংলাক শিনাবাত্রার সরকার। উপ প্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল মঙ্গলবার রাতে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।” বুধবার থেকে জরুরি অবস্থা বলবৎ হবে। জরুরি অবস্থায় ক্ষমতাবলে দেশের সেনা কার্ফু জারি করতে পারে যে কোনও সময়। কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই যত্রতত্র তল্লাশি চালাতে পারে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক এবং গ্রেফতার করতে পারে সন্দেহভাজনদের। পাঁচ জনের বেশি মানুষের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণার ক্ষমতাও দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের।
|
পোলিও শিবিরে বন্দুকবাজের হানায় করাচির বিভিন্ন প্রান্তে মৃত্যু হল চার জনের। মঙ্গলবার সকালে কায়ুমাবাদ এলাকায় হঠাৎই হানা দেয় চার সশস্ত্র দুষ্কৃতী। গুলিতে মৃত্যু হয় দুই মহিলা-সহ তিন পোলিও কর্মীর। জখম হন দু’জন। কিছু ক্ষণের মধ্যে মানসেরা এলাকার পোলিও শিবিরে ফের হানা দেয় এক দল বন্দুকবাজ। মারা যান আরও এক পোলিও-কর্মী। অন্য দিকে বালুচিস্তানের পাঞ্জগড়ে পোলিও কর্মীদের গাড়ি চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাকিস্তানকে পোলিও মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেশ জুড়ে পোলিও শিবির চলার কথা।
|
গুলিতে জখম প্রখ্যাত নাট্যকার আসগর নাদিম সঈদ। লাহৌরের জহর শহরে শওকত খানুম হাসপাতাল সংলগ্ন এলাকায় বাইকআরোহী দুই দুষ্কৃতী সঈদকে লক্ষ্য করে সামনে থেকে গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় এই নাট্যকারকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। চিকিৎসকেরা জানান, দু’টি গুলি লেগেছিল সঈদের। অস্ত্রোপচার করে সেগুলি বের করে দেওয়া হয়েছে। এখন তিনি সঙ্কটমুক্ত। সঈদের উপর হামলার কারণ জানতে তদন্ত চলছে। চলতি সপ্তাহে জহরেই গুলবার্গ এলাকায় দুষ্কৃতীতের গুলিতে মৃত্যু হয়েছিল এক চার্টাড অ্যাকাউন্ট্যান্টের।
|
পাক ক্যান্টনমেন্টে জঙ্গি হানার জবাবে উত্তর ওয়াজিরিস্তানে তালিবান ডেরায় আকাশপথে অভিযান চালাল পাক সেনা। মৃত্যু হয়েছে অন্তত ২৫ জঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে জঙ্গি দমন অভিযানে যায় পাক যুদ্ধ বিমানগুলি। সেনাবাহিনীর দাবি, পাক গির্জা ও ভিড়ে ঠাসা বাজারে জঙ্গি হানার ঘটনায় জড়িত ছিল নিহত জঙ্গিরা। |