সদ্য চালু হওয়া অটো স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ বাধল তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে। মঙ্গলবার সকালে দুর্গাপুরের এমএএমসি এলাকায় ওই ঘটনায় দু’পক্ষের একজন করে জখম হন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই অটো স্ট্যান্ডটিতে আইএনটিটিইউসি সংগঠনের দেখভাল করার জন্য তপন মজুমদার নামে স্থানীয় এক তৃণমূল নেতা তাঁর অনুগামীদের নিয়ে যান। অভিযোগ, সেই সময় দুর্গাপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পুরসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী নিত্যানন্দ বৈদ্যও তাঁর অনুগামীদের নিয়ে হাজির হন। এর পরে দু’পক্ষই অটো স্ট্যান্ডের দখল নিতে চায়। বচসা থেকে আরম্ভ হয় মারপিট। দু’পক্ষই পরস্পরের উপরে দোষারোপ করেছে। তবে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
|
ছেলে-মেয়ের গৃহশিক্ষিকাকে ষড়যন্ত্র করে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের কোয়ারডিহি কোলিয়ারির ১২ নম্বর এলাকায়। মঙ্গলবার ধৃত আরমান খান এবং তার স্ত্রী জায়না বেগমকে আসানসোল আদালতে তোলা হয়। আরমান খানকে চার দিনের পুলিশ হেফাজত এবং তার স্ত্রীকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী আরমান খানের ছেলে-মেয়েকে পড়াতেন ওই গৃহশিক্ষিকা। আরমান অন্য কোনও নগ্ন ছবির সঙ্গে ওই গৃহশিক্ষিকার মুখ বসিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ। কিছু টাকাও চাওয়া হয়। গৃহশিক্ষিকার পরিবারের তরফে অভিযোগ, এর পরে ওই শিক্ষিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে আরমান। এই কাজে তাকে সহযোগিতা করে তার স্ত্রী।
|
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল মহিলা থানার পুলিশ সোমবার রাতে উত্তর থানার রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা অশোক কুয়ঁর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অশোকের স্ত্রী রম্ভা রায় থানায় অভিযোগে জানিয়েছেন, গত বছরের ২৯ এপ্রিল তাঁর সঙ্গে অশোকের বিয়ে হয়েছিল। দু’সপ্তাহ আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
|
অভিযান চালিয়ে প্রায় ১০ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। সালানপুর থানার বনজেমাহারি কোলিয়ারি সংলগ্ন এলাকায় সোমবার রাতে ওই বিশেষ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি সাইকেল ও একটি স্কুটারও। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। |