বধিরতা নিয়ে আলোচনা সভা ও মূল্যায়ন শিবির হল মেদিনীপুরে। রবিবার শহরের কলেজিয়েট স্কুল (বালক) ক্যাম্পাসে এই শিবিরে ৩৮ জনের বধিরতা নির্ণয় করা হয়। কর্মসূচির প্রধান উদ্যোক্তা তপন পাণ্ডব এবং তাঁর স্ত্রী সাগরিকাদেবী। পাণ্ডব দম্পতির একমাত্র ছেলে শিবমও এক সময়ে বধির ছিল। পরে ‘স্পিচ থেরাপি’র মাধ্যমে কথা বলতে শেখে সে। তপনবাবুর বক্তব্য, “অভিভাবকদের সচেতন করতেই শিবির।”
|
অসমে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ‘জাপানি এনসেফেলাইটিস’-এর প্রতিষেধক দেওয়ার অভিযান শুরু হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, প্রথম পর্যায়ে ডিব্রুগড়, তিনিসুকিয়া, লখিমপুর, গোলাঘাট, যোরহাট ও কামরূপের সোনাপুর-চন্দ্রপুর এলাকা, শিবসাগরে ওই অভিযান চলবে। তা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। অসমে প্রতি বছর ওই রোগে গড়ে ১০০ জনের মৃত্যু হয়। হিমন্তর আশা, ১৯ ফেব্রুয়ারির মধ্যে ৮০ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে।
|
বনবস্তির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগে পাতলাখাওয়ায় এলাকায় স্বাস্থ্য শিবির করল বন দফতর। রবিবার পাতলাখাওয়া পঞ্চায়েতের সিঙিমারি পাচুনির পাড় প্রাথমিক বিদ্যালয়ে। বন উন্নয়ন নিগম চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এ দিন শিবিরের উদ্বোধন করেন। শিবিরে হাজারের বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। |