টুকরো খবর
বিবেক -সার্ধশতবর্ষের সমাপ্তি
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হল রবিবার। বেলুড় মঠের পাশে একটি মণ্ডপে ১৫০টি প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ। মূল মঞ্চের পিছনের দিকটি সাজানো হয়েছিল সপ্তর্ষিমণ্ডলের আদলে। শুরুতেই শঙ্খধ্বনি উলুধ্বনিতে অংশ নেন ১০০০ জন মহিলা। ৫৫টি ঢাক, ১৫০টি মাদল বাজে। ওড়ানো হয় ১৫০টি বেলুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ, স্বামী স্মরণানন্দ, সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ, বেলুড় মঠের ম্যানেজার স্বামী গিরীশানন্দ প্রমুখ। এই অনুষ্ঠানের পাশাপাশি বেলুড় মঠের সংগ্রহশালার পাশে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। স্বামী সুহিতানন্দ জানিয়েছেন, এই প্রদর্শনীতে সারা দেশের ২৩টি রাজ্যের শিল্প -কলা -সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ‘কালচারাল ইন্টিগ্রেশন অব ইন্ডিয়া’ নামে ওই প্রদর্শনীটি আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা সর্বসাধারণের জন্য খোলা থাকবে। রামকৃষ্ণ মঠ মিশনের সহ -সম্পাদক স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, ভক্ত সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন এবং যুব সম্মেলন চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। ওই দিনই সার্ধশতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানের শেষ দিন। সে দিন বেলুড় মঠে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল চালু
সুমন বল্লভের তোলা ছবি।
রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল বেশ কিছু নতুন পরিষেবা। স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকের অনুদানে ইন্টেনসিভ থেরাপি ইউনিট, রেডিওলজি ইউনিট, চোখের রোগীদের অপারেশন থিয়েটার, জেনারেল অপারেশন থিয়েটার এবং মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করলেন শ্রীসারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.