টুকরো খবর |
মার্কিন নজরদারি চলবেই: ওবামা |
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি বিদেশি সরকারের উপরে নজরদারি চালিয়ে যাবে বলে জার্মানিতে বসে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন গুপ্তচর সংস্থা এনএসএ-র প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেন সারা পৃথিবীর ফোন ও ইন্টারনেটে মার্কিন নজরদারির কথা ফাঁস করে দেওয়ার পরে চাঞ্চল্য দেখা দেয়। ইউরোপের দেশগুলির মধ্যে বিষয়টি নিয়ে সব চেয়ে বেশি সরব হয় জার্মানি। কারণ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ফোনে আড়িপাতার তথ্য দিয়েছিলেন স্নোডেন। ওবামা একটি জার্মান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সংবাদপত্রে পাওয়া তথ্যের উপর ভরসা করলে আর গোয়েন্দা সংস্থা রাখার প্রয়োজন নেই। অন্যান্য দেশের মনোভাব জানতে মার্কিন গোয়েন্দারা চেষ্টা করবেনই। এ কাজ জার্মানি ও অন্যান্য দেশগুলির গোয়েন্দারাও করেন। তবে সেই নজরদারি যাতে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা হবে।
|
ইরাকে বিস্ফোরণে নিহত ২৫ |
ইরাকের রাজধানী বাগদাদে ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে। শনিবার বাগদাদে ছ’টি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে অভিজাত এলাকার একটি শপিং মলও। কয়েক মাস পরেই ইরাকে পার্লামেন্ট নির্বাচন। তার আগে হিংসার মাত্রা বাড়ায় উদ্বিগ্ন সে দেশের সরকার। শনিবারের ঘটনাগুলির দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে আল-কায়দার সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলিই এই ধরনের হামলা চালায়। শনিবার বিস্ফোরণের লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তাওবচি এলাকার একটি নাবালক অপরাধীদের হোমও।
|
ব্যাঙ্ককে আহত |
সরকার-বিরোধী বিক্ষোভ সমাবেশে বিস্ফোরণ ও গুলিবর্ষণে আহত হলেন ২৮ জন। প্রধানমন্ত্রী ইংলাক শিনাবাত্রার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মাত্রা ক্রমশই বাড়ছে। তবে এই বিক্ষোভ মূলত শহরেই সীমাবদ্ধ বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে ব্যাঙ্ককের ভিক্টরি মনুমেন্ট মোড় দখল করে ছিলেন বিক্ষোভকারীরা। রবিবার সেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিস্ফোরক ছোড়ে। তাকে তাড়া করেন নিরাপত্তারক্ষী ও কিছু বিক্ষোভকারী। ফলে আরও একটি বিস্ফোরক ছোড়ে। পরে গুলিও ছোড়ে সে।
|
বিমানে বজ্রাঘাত |
পূর্ব ইন্দোনেশিয়ায় একটি বিমানে বজ্রাঘাত হওয়ায় চার জনের মৃত্যু হয়েছে। পাপুয়া থেকে মালাকু দ্বীপপুঞ্জে যাওয়ার সময়ে ঝড়ের মধ্যে পড়ে বিমানটি। ঝড়বৃ্ষ্টির পরে বজ্রাঘাত হয় তাতে। ফলে, বিমানটির একটি ডানা ভেঙে যায়। একটি গ্রামের কাছে সেটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি এক দিকে হেলে পড়েছিল। মাটিতে আছড়ে পড়ার পরে তাতে আগুন ধরে যায়। |
|