খেলার টুকরো খবর
যোগাসনে জয়
দ্বিতীয় বর্ষ সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমানের প্রণবানন্দ যোগ ইনস্টিটিউট। রানার্স হয়েছে বনগ্রামের পরমানন্দ যোগ ইনস্টিটিউট। রবিবার ইউনিভার্সিটি পিজি যোগা স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগিতাটি হয় বিশ্ববিদ্যালয়ের বাবুরবাগ জিমন্যাশিয়াম হলে। ছেলে এবং মেয়েদের ১২টি বিভাগে প্রায় ২০০ জন প্রতিযোগী যোগ দেন। প্রত্যেক বিভাগের স্থানাধিকারীদের জন্য ছিল পুরস্কার। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন রাজেশ বাস্কে, ঝর্ণা মিত্র ও ধূলমনি টুডু। প্রতিযোগিতাটির পরিচালক অজন্তা আচার্য বলেন, “যোগাসনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তাই প্রতি বছর বাড়ছে প্রতিযোগীর সংখ্যা।”

জয়ী জাতীয় সঙ্ঘ
বর্ধমান সদর মহকুমা আন্তঃক্লাব অ্যাথলেটিক্স মিটে খেতাব জিতেছে জাতীয় সঙ্ঘ। তাদের প্রাপ্ত পয়েন্ট ১৬৮। রানার্স হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কল্যাণ স্মৃতি সঙ্ঘ। তাদের সংগ্রহ ১৩৬ পয়েন্ট। তৃতীয় হয়েছে ৯৬ পয়েন্ট পাওয়া বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার। আটটি ক্লাবের মোট ২৫৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেন। সুরজিৎ মুর্মু ও সোমনাথ রক্ষিত দু’টি বিভাগে প্রথম হন।

জিতল নবোদয়
প্রথম ডিভিশন ভলিবল লিগে জাতীয় সঙ্ঘ ২২-২৫, ২৬-২৪, ২১-২৫, ২৫-১৫ ও ২৫-১৩ পয়েন্টে হারিয়েছে বর্ধমান ক্লাবকে। নবোদয় সঙ্ঘ ১১-২৫, ১৯-২৫, ২৫-১৬, ২৫-১৫ ও ১৫-১৩ পয়েন্টে হারায় অরবিন্দ কোচিং সেন্টারকে। মণ্ডলজোনা তরুণ সঙ্ঘ ২৮-২৬, ২৫-২০, ২৫-১৭ পয়েন্টে হারিয়েছে রতন স্মৃতি সঙ্ঘকে।

আসানসোলে ক্রীড়া
তৃণমূল কংগ্রেসের আসানসোল ৩ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং তৃণমূল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় রবিবার দেবাশিষ ঘটক স্মরণে ধর্মপল্লি মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। ২০টি ইভেন্টে ৫০০ জন প্রতিযোগী যোগ দেন। ছিলেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রকেট চট্টোপাধ্যায় এবং মেয়র পারিষদ অভিজিৎ ঘটক। আয়োজক সংস্থার সভাপতি সরজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতা ১১ বছর পেরোল।

নেতাজির হার
নওজওয়ান ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এক্স একাদশ। রবিবার তারা বার্নপুর বয়েজ স্কুল মাঠে নেতাজি এসসিকে ২ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে এক্স একাদশ ৯ উইকেটে ৯৫ রান করে। জবাবে নেতাজির ইনিংস ৯৩ রানে শেষ হয়ে যায়। পুরস্কার দেন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, তৃণমূলের হিরাপুর ব্লক যুব সভাপতি উৎপল সেন, হিরাপুর ব্লক মহিলা সভাপতি রাখী মুখোপাধ্যায়।

জয়ী রানিগঞ্জ
স্বরাজ স্মৃতি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হয় রানিগঞ্জ এফসিসি। তারা সিহারশোল রাজ উচ্চবিদ্যালয় মাঠে সিহারশোল বাহিনী সঙ্ঘকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। এই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করে রনাই এসসি। তারা বাঁশড়া এসটিডিসিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।

প্রীতি ক্রিকেট
প্রীতি ক্রিকেট হল শনিবার আসানসোল মেয়র একাদশ এবং মিডিয়া একাদশের মধ্যে। মিডিয়া একাদশ ৭ উইকেটে মেয়র একাদশকে হারায়।

বার্ষিক ক্রীড়া
নিয়ামতপুর ইউসি-র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় রবিবার। ২০টি ইভেন্টে ৩০০ প্রতিযোগী যোগ দেন।

রাধারানি স্টেডিয়ামে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র।

অগ্রদূত সঙ্ঘের মাঠে ক্যারাটে প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র।

দুর্গাপুরের ভগৎ সিংহ ক্রীড়াঙ্গণে রবিবার হল মহকুমা ক্রীড়া।—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.