আপ হাওড়া-অমৃতসর মেলের একটি অসংরক্ষিত কামরায় প্রায় ৫০ লাখ টাকা লুঠ করে চম্পট দিল একদল দুষ্কৃতী। শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ আসানসোল ডিভিশনের নিমচা হল্ট ও কালীপাহাড়ি স্টেশনের মাঝে এই দুষ্কৃতীদের হামলায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা কয়েকজন পশু ব্যবসায়ীকেই শুধু আক্রমণ করে। এ ছাড়া কামরার আর কারও কাছ থেকে লুঠপাট করা হয়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “ওই ট্রেনের অসংরক্ষিত কামরায় কিছু ব্যবসায়ীকে ভয় দেখিয়ে লুঠপাট করা হয়েছে। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।” ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল রেল পুলিশ।
রেল পুলিশ ও আক্রান্ত যাত্রীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা দলে ছিল ১৫ থেকে ২০ জন। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, ছোট লোহার রড, কাটারি ও ভোজালি। দুষ্কৃতীরা আগেই যাত্রী সেজে ট্রেনে উঠেছিল। রানিগঞ্জ ছাড়ার পরে হঠাৎই চেন টেনে তারা ট্রেন থামিয়ে দেয়। তারপরেই ওই পশু ব্যবসায়ীদের বেধড়ক মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়। আক্রান্ত ব্যবসায়ী রমেশ যাদব, মহম্মদ পারভেজ আনসারি, সুরেন্দ্রনাথ পাণ্ডেরা জানান, তাঁরা বিহারের বক্সারের বাসিন্দা। গরু-ছাগল বিক্রি করাই তাঁদের পেশা। সেই কারণে তাঁরা প্রায়ই ট্রেনে করে পানাগড়ে যাতায়াত করেন। এ দিনও তাঁদের প্রায় ২০ জন দল বেঁধে পানাগড় থেকে ট্রেনে উঠে বক্সারে যাচ্ছিলেন। তাঁদের দাবি, প্রত্যেকের কাছেই কমবেশি ২ লক্ষ টাকা করে ছিল। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, ওই ব্যবসায়ীরা যে ওই ট্রেনে রয়েছেন, সেই খবর পেয়েই দুষ্কৃতীরা হামলা চালায়।
ট্রেন আসানসোলে থামার পরে যাত্রীরা বিক্ষোভ দেখান। আসানসোল জিআরপিতে যাত্রীরা ডাকাতির অভিযোগ করেন। হাওড়ার রেল পুলিশ সুপার মিলনকান্ত দাস বলেন, “খবর পাওয়া মাত্রই আসানসোল স্টেশনের জিআরপি-কে বিষয়টি জানানো হয়েছে। ওই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করার পরেই বোঝা যাবে, ঠিক কী হয়েছে।”
|
কুয়ো থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার লাউদোহার গোগলা গ্রামের ঘটনা। মৃতার নাম পূর্নিমা কুমারী (১৪)। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামেরই একটি কুয়োতে পূর্নিমার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠায়। মৃতার পরিবার সূত্রে খবর, গত ১৫ জানুয়ারি থেকে পূর্নিমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। লাউদোহা থানায় তার পরিবার নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |