টুকরো খবর |
শিবির স্থগিত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাট্টা বিলির ক্ষেত্রে প্রার্থীদের সই মেলানোর জন্য শিবির করার কথা ঘোষণা করা হয়েছিল। শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রবীন্দ্রভবনে ওই শিবিরের কথা ছিল। সই করার পরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেই দলিল তুলে দেওয়া হোত। কিন্তু বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি পুরসভায় জলপাইগুড়ি ভূমি এবং ভূমি সংস্কার দফতর থেকে জানানো হয় ওই শিবির আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরে তা করা হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবির বাতিল করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম। এ দিন পুরসভার পাট্টার দাবিতে বাসিন্দাদের নিয়ে তাঁরা অবস্থান বিক্ষোভও করেছিলেন। পরে ডেপুটি মেয়র এবং পুরসভার সচিবকে তারা স্মারকলিপিও দেন। পুরসভার একটি সূত্রে জানা গিয়েছে, ৪২, ৪৩ এবং ৪৫ নম্বর ওয়ার্ডে অন্তত ৬০০ জন বাসিন্দাকে পাট্টা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো শিবির করে দলিল তৈরির কথা। বিরোধী বামেদের অভিযোগ, ওই সমস্ত প্রার্থীদের তালিকায় সরকার তাদের লোকদের নাম ঢোকাতে চায় বলে নতুন তালিকা তৈরির চেষ্টা চলছে। এটা মেনে নেওয়া হবে না বলেও জানান তাঁরা।
|
অপহরণের ঘটনায় খোঁজ মেলেনি বধূর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অপহরণ কাণ্ডে হদিশ মেলেনি নিখোঁজ বধূর। ওই মামলায় এক পুলিশকর্মী জড়িত রয়েছে অভিযোগ তুলে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিল নিখোঁজ গৃহবধূর স্বামী। মঙ্গলবার দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের সদস্যদের সঙ্গে স্মারকলিপি দেন তাঁরা। যদিও পুলিশ কমিশনার জগ মোহন তাঁর দফতরে কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি। ২৯ নভেম্বর নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে ওই বধূকে অপহরণের অভিযোগ দায়ের হয়। নকশালবাড়ির বাসিন্দা মনোজ চৌধুরীকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করে পুলিশ।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে, মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজ সহ রাজ্যের সমস্ত কলেজে সন্ত্রাসের অভিযোগ তুলে মালবাজার শহরে প্রতিবাদ মিছিল করল সিপিএম। বৃহস্পতিবার এই মিছিলে যোগ দেন মালবাজারের বিধায়ক বুলু চিক বরাইক, সিপিএম জোনাল সম্পাদক চানু দে প্রমুখ স্থানীয় নেতারা।
|
উৎসবে প্রথম সন্তু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
রাজ্য বিবেক ছাত্র যুব উৎসবে গিয়ে ‘নিঃস্বার্থপরতা শ্রেষ্ঠ ধর্ম’এ বিষয়ে তাৎক্ষনিক বক্তৃতায় প্রথম হলেন মালবাজারের সন্তু চৌধুরী। বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক অনুষ্ঠানে সন্তু প্রথম হয়েছেন।
|
কাজ হয়নি তোর্সায় |
মালিকপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এবং বকেয়া মেটানোর দাবিতে বৃহস্পতিবারও কাজে যোগ দেননি ডুয়ার্সের তোর্সা চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের পাশাপাশি কর্মীরাও এ দিন কাজে যোগ দেননি বলে বাগান সূত্রে জানা গিয়েছে। সমস্যা মেটাতে দু’পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছে পুলিশ ও প্রশাসন। আলিপুরদুয়ারের মহকুমা শাসক নিখিল নির্মল বলেন, “তোর্সা চা বাগানে শ্রমিকরা দু’দিন ধরে কাজ বন্ধ রেখেছেন। সমস্যা সমাধানে মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে জঁয়গা থানার ওসিকে আলোচনা করার নির্দেশ দিয়েছি। তাতেও সমাধান সূত্র না মিললে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে।” যদিও বাগানের এনইউপিডব্লু নেতা বাহেল গুড়িয়া অভিযোগ করে বলেন, “মালিকপক্ষ শ্রমিক ও কর্মীদের সঙ্গে দুর্বব্যহার করেন। শ্রমিকদের ৩৫০টি রেশন, গ্র্যাচুয়িটি-সহ জ্বালানির টাকা বাকি রয়েছে। তাই দলমত নির্বিশেষে শ্রমিকেরা বাগানে কাজে যাননি।”
|
জনসংযোগ বাড়াতে |
জনসংযোগ বাড়াতে ফেসবুকের মতো ‘সোস্যাল মিডিয়া’-কে কাজে লাগাতে তৎপর হয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার এআইসিসি’র সোস্যাল মিডিয়া টিমের সদস্য অসীম বোরাল শিলিগুড়িতে আসেন। বাগডোগরার রাজীব ভবনে এবং শিলিগুড়িতে কংগ্রেসের কয়েকটি কার্যালয়ে কর্মীদের এ ব্যাপারে বোঝান। তিনি জানান, এখন প্রত্যন্ত এলাকার অনেক বাসিন্দারাই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন। তাই এই মাধ্যমকে কাজে লাগিয়ে কী ভাবে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে জন সংযোগ বাড়ানো যায় সেটাই তাঁদের লক্ষ্য।
|
পথ অবরোধে তৃণমূল |
তৃণমূলের অঞ্চল অফিসে পতাকা ছিঁড়ে ফ্লেক্সে অশালীন ছবি আঁকার অভিযোগে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার লিচুতলা এলাকায়। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মিনিট দশেক রাস্তা অবরোধও করে রাখেন তৃণমূল সমর্থকরা। আলিপুরদুয়ার ১ ব্লকের তৃণমূল সভাপতি সুরেশ রায় অভিযোগ করে বলেন, “এ দিন সকালে দলীয় কর্মীরা দেখেন দলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। দলনেত্রীর ছবি সহ ফ্লেক্সে লাল কালিতে অশালীন ছবি আঁকা হয়েছে।”
|
অজ্ঞাতপরিচয় দেহ |
দার্জিলিং মেল ৪৫ মিনিট দেরিতে ছাড়ায় উত্তেজনা ছড়াল নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। বৃহস্পতিবার রাতে। এনজেপি-র এরিয়া ম্যানেজার পার্থ সারথি শীল বলেন, “ওই ট্রেনের সংযোগকারী হলদিবাড়ি প্যাসেঞ্জার যান্ত্রিক গোলযোগের জন্য দেরিতে পৌঁছনোয় দেরি হয়।”
|
কৃষি মেলা |
|
রাজু সাহার তোলা ছবি। |
আলিপুরদুয়ার ২ ব্লকে শামুকতলার খাপসাডাঙা ফুটবল মাঠে কৃষি মেলা শুরু হল। বৃহস্পতিবার বিকালে মেলার উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পরিষদীয় সচীব তথা ডুয়ার্স উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উইলসন চম্প্রামারি। তিনদিন মেলা চলবে। মেলায় ২০টি স্টল রয়েছে।
উদ্বোধনের পরে ছিল রাভাদের নাচের অনুষ্ঠান।
|
গন্ধক আটক |
বনধে নাশকতা এড়াতে তল্লাশি চালাতে গিয়ে গন্ধক উদ্ধার করল সিআরপি। বৃহস্পতিবার ডুয়ার্সের চেকো এলাকায় সিআরপি জওয়ানেরা একটি অটো থেকে প্রায় ২ কেজি গন্ধক উদ্ধার করেন। |
|