জেলেই মিলল কয়েদির দেহ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বৃহস্পতিবার রাতে মিলল এক কয়েদির রক্তাক্ত দেহ। প্রবালচন্দ্র রায় (৪০) নামে ওই বন্দিকে হাসপাতালের কর্মীরাই নিয়ে যান বহরমপুর হাসপাতালে। তবে চিকিৎসকেরা জানান, বেশ কিছুক্ষণ আগেই মারা গিয়েছেন ওই বন্দি। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করেছিল সীমান্তরক্ষী বাহিনী। বছর দু’য়েক আগে তাকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বহরমপুরে নিয়ে আসা হয়। পুলিশ জানায়, এ দিন রাতে সহ-বন্দিরা দেখেন গলাকাটা অবস্থায় পড়ে রয়েছেন প্রবাল। জেল সূত্রে খবর, নিজেই কোনও ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কেটে আত্মঘাতী হয়েছেন ওই বন্দি। অন্য বন্দিদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ওই ব্যক্তি। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ওই অস্ত্রটি উদ্ধার করা যায়নি। কীভাবে ওই অস্ত্র এক জন বন্দির কাছে এল? আত্মঘাতী হলে তার অস্ত্রটি-ই বা গেল কোথায়? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে।
|
ফরাক্কায় সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সামনে লোকসভা ভোট। এ কথা মনে করিয়ে দিয়ে শাসক দলের আক্রমণ রুখতে এবার দলীয় কর্মীদের লড়াইয়ের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার ফরাক্কার জাফরগঞ্জে এক দলীয় সভায় সূর্যকান্তবাবু বলেন, “আর মুখবন্ধ করে থাকবেন না। রাজ্যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে।” বিরোধী নেতার অভিযোগ, ‘‘৫৪হাজার বিরোধী কর্মী, সমর্থককে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। মুর্শিদাবাদেও একই ভাবে খুনের রাজনীতি চলছে। বিরোধীদের মুখ খোলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ”
|
আটক চোরাই কয়লা
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
আবারও আটক হল চোরাই কয়লা। এ নিয়ে গত ৫ দিনে মোট ১১৪ টন চোরাই কয়লা আটক করল ডোমকলের পুলিশ। ওই চক্রের সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “ডোমকল মহকুমা এলাকায় চোরাই কয়লা পাচার হতে দেব না। বৈধ ভাবে ব্যবসা না চালালে এর পরে আমরা ইটভাটাতেও অভিযান চালাব।”
|
বৃহস্পতিবার সাতসকালেই কোচবিহারের তুফানগঞ্জের চামটা-কৃষ্ণনগর কলোনির বাসিন্দা কলিমুদ্দিন মিয়াঁর বাড়ি থেকে ভেসে আসে আর্ত চিৎকার। পড়শিরা ছুটে এসে দেখেন রান্নাঘরে লুটিয়ে পড়ে তার স্ত্রী আর্জিনা বিবি। পাশের ঘরে চার ও আড়াই বছরের দুই ছেলের রক্তাক্ত দেহ। সেই রক্ত গড়িয়ে আসছে বাড়ির উঠোনে। পালাতে যাচ্ছিল রিকশাচালক কলিমুদ্দিন। তাকে ধরে ফেলেন বাসিন্দারা। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। উদ্ধার হয় রক্তমাখা একটি দা। সন্দেহের বশেই কলিমুদ্দিন তার স্ত্রীকে খুন করে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
|
৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে অধিগৃহীত জমির জন্য ক্ষতিপূরণের চেক দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন জমি অধিগ্রহণ দফতরের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সমশেরগঞ্জের গাজিনগর-মালঞ্চা পঞ্চায়েত থেকে চেক না নিয়েই ফিরে গেলেন শতাধিক জমি মালিক। তাঁরা বর্তমান বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, বাজার দর অনুযায়ী এখন জমির দাম শতক প্রতি ৫ লক্ষ টাকা। অথচ দেওয়া হচ্ছে শতক প্রতি ৩২ হাজার টাকা।
|
বৃহস্পতিবার বিকেলে ভাবতা লোটাস ক্লাবের পরিচালনায় আট দলের ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত টাই ব্রেকারে জিতল দেবপুর সবুজ সঙ্ঘ। ২৪ তম ভাবতা লোটাস ক্লাব নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সলুয়াডাঙা প্রগতি সঙ্ঘ পরাজিত হয়। বিজয়ীকে ট্রফি ছাড়াও নগদ টাকা দেওয়া হয়। |