টুকরো খবর |
জলপ্রকল্প দেখতে নজরদারি কমিটি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলপাহাড়িতে গিয়ে জলপ্রকল্পের কাজ খতিয়ে দেখল জনস্বাস্থ্য কারিগরি দফতরের জেলা মনিটরিং কমিটির এক প্রতিনিধি দল। পশ্চিম মেদিনীপুরে দু’টি বড় জল প্রকল্পের কাজ চলছে। একটি বিনপুর ২ ব্লকের (বেলপাহাড়ি) বড় সুখজোড়ায়। অন্যটি মেদিনীপুর সদরের ধেড়ুয়ায়। বৃহস্পতিবার জেলা মনিটরিং কমিটির প্রতিনিধি দল প্রকল্প দু’টি পরিদর্শন করে। ধেড়ুয়ায় তেমন সমস্যা নেই। তবে বড় সুখজোড়ার ক্ষেত্রে জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। প্রতিনিধি দলে ছিলেন মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ সেন, নিত্যানন্দ খান। প্রতিনিধি দল প্রথমে বড় সুখজোড়ায় যায়। গ্রামবাসীরা কিছু দাবি জানান। পরে দলটি ধেড়ুয়ায় আসে। মনিটরিং কমিটির চেয়ারম্যান বলেন, “দু’টি প্রকল্পই শীঘ্র চালু হবে। বড় সুখজোড়ায় সমস্যা ছিল। আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। তাঁরা প্রকল্প রূপায়ণে সব রকম সাহায্য করবেন বলে কথা দিয়েছেন। ওঁদের দাবিগুলোও আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব।” তাঁর কথায়, “দু’টি প্রকল্পই বড়। দ্রুততার সঙ্গে কাজ চলছে। এই দুই প্রকল্প রূপায়িত হলে প্রচুর মানুষ উপকৃত হবেন।”
|
চুরি স্যুটকেস
নিজস্ব সংবাদদাতা • এগরা |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে থেকে চুরি গেল টাকা ভর্তি স্যুটকেস। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে এগরা শহরের দিঘা মোড়ে। পটাশপুর থানা এলাকার সাতষণ্ডা গ্রামের শক্তিপদ মণ্ডল নামে এক বিমা এজেন্ট থানায় এই অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, স্যুটকেসে এক লক্ষেরও বেশি টাকা ছিল। আমানতকারীদের কিছু চেক ভাঙানোর জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি। ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার সময় স্যুটকেস মেঝেতে রেখেছিলেন। কিছুক্ষণ পরে দেখেন স্যুটকেস নেই। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা দেখে চোরকে শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
ফব-র কোন্দল, ১২ জনের ইস্তফা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফরওয়ার্ড ব্লকে কোন্দল চলছেই। এ বার দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন জেলা সম্পাদকমণ্ডলীর ১২ জন সদস্য। বৃহস্পতিবার মেদিনীপুরে ফব’র এক বৈঠক হয়। ওই বৈঠক শেষে দলের জেলা সভাপতি সুকুমার ভুঁইয়া বলেন, “দলের সম্পাদকমণ্ডলীর ১২ জন সদস্য এ দিন পদত্যাগ করেছেন।” কেন পদত্যাগ? দলীয় সূত্রে খবর, ফব’র জেলা কাউন্সিলের বৈঠক শুরুতে মেদিনীপুরে হবে বলেই ঠিক ছিল। পরে ঠিক হয়, তা রাজ্যে হবে। ওই ১২ জন সদস্য এরই প্রতিবাদ করেছেন। ঠিক ছিল, আগামী ২৬ জানুয়ারি সদর শহরে ফব’র জেলা কাউন্সিলের বৈঠক হবে। পরে রাজ্য নেতৃত্ব জানান, মেদিনীপুরে নয়, কলকাতাতেই জেলা কাউন্সিলের বৈঠক হবে। দলের জেলা সভাপতি সুকুমারবাবু বলেন, “রাজ্য নেতৃত্ব জেলা কাউন্সিলের বৈঠক রাজ্যে করার প্রস্তাব দিয়েছেন। বৈঠকে উপস্থিত ১২ জন রাজ্য নেতৃত্বের প্রস্তাব প্রত্যাখান করেছেন।”
|
বিজেপি’র মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরে বিজেপির মিছিল |
আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতায় নরেন্দ্র মোদীর সভা রয়েছে। ওই সভার সমর্থনে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করে বিজেপি। ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক সোমনাথ সিংহ, শহর সভাপতি অরূপ দাস প্রমুখ। মিছিল থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদও করা হয়। দলের জেলা নেতৃত্বের দাবি, কলকাতার সভায় জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ যাবেন।
|
কোথায় কী |
শুক্রবার
ক্রীড়া: মেদিনীপুরের রয়্যাল অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া। নজরগঞ্জে স্কুলের মাঠে সকাল সাড়ে ৮টা থেকে।
নৃত্যসন্ধ্যা: সাংস্কৃতিক সংস্থা সৃজনভূমির নৃত্যসন্ধ্যা। মেদিনীপুর প্রদ্যোৎ স্মৃতি সদনে। সন্ধ্যা সাড়ে ৬টায়।
সাংস্কৃতিক প্রতিযোগিতা: রেলের খড়্গপুর ডিভিশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সকাল ১০টায় গোলবাজারে রেলের মিক্সড হাইস্কুলে। দিন-রাতের প্রতিযোগিতায় বিজয়ী যাবে ইন্টার ডিভিশনে।
কৃষি মেলা: শালবনি ব্লক মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণী সম্পদ মেলা। স্টেশন সংলগ্ন ময়দানে,দুপুরে । |
|