আগুনে ছাই সাময়িক আশ্রয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁদের বসবাস করার কথা ছিল কেন্দ্রীয় বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরি হওয়া ফ্ল্যাটে। কিন্তু আলো ও পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় পাশে নির্মীয়মাণ এক স্কুলে আশ্রয় নেয় হরিজন বস্তির ২০টি পরিবার। বুধবার রাতে স্কুলের একতলায় আগুন লেগে ছাই হয়ে যায় ওই পরিবারগুলির নিত্য প্রয়োজনীয় জিনিস। আগুন ছড়ায় দোতলাতেও। ঘটনাটি ঘটেছে হাওড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস লেনে। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কারণ, ঠান্ডা পড়ায় ক’দিন আগেই অধিকাংশ পরিবার পাশে ভাড়া বাড়িতে উঠে গিয়েছিল। স্কুল বাড়িতে যে ক’জন ছিলেন, তাঁরা আগুন লাগার পরে স্কুল বাড়ি থেকে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় ও মেয়র রথীন চক্রবর্তী। তাঁরা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপল, জামা, কম্বল ও খাবারের ব্যবস্থা করেন।
|
নাটকের একটি দৃশ্য।—নিজস্ব চিত্র। |
গত ৮-১২ জানুয়ারি পাঁচলার গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের সুবর্ণ জয়ন্তী উত্সব পালিত হল। উদ্বোধন করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক মুরালভাই। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির, ক্রীড়ানুষ্ঠান, আলোচনাসভা, বইমেলা, প্রদর্শনী প্রভৃতির আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নেন সাংসদ সীতারাম ইয়েচুরি। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন সাহিত্যিক উল্লাস মল্লিক, রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়, সমবায়মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, স্কুল পরিচালন সমিতির সভাপতি সন্তোষ দাস প্রমুখ। পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
|
স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি বসল হুগলির নবগ্রামে। নবগ্রাম পঞ্চায়েত এবং কোন্নগর পুরসভার উদ্যোগে সাড়ে ৬ ফুট লম্বা ফাইভারের মূর্তিটি তৈরি করা হয়। গত ১২ বিকেলে জানুয়ারি স্বামীজির জন্মদিবসে কোন্নগর স্টেশন সংলগ্ন আন্ডারপাসের সামনে মূর্তির আবরণ উন্মোচন করেন বেলুড় রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক বোধসারানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অনুপ ঘোষাল, পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান শিবাণী দত্ত প্রমুখ। অনুপবাবু গান শোনান। শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের তরফেও সঙ্গীত পরিবেশন করা হয়। স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করেন বোধসারানন্দ। ওই দিন বর্ণাঢ্য প্রভাতফেরি বের হয় নবগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে।
|
হাওড়ার উদয়নারায়ণপুরের সোনাতলায় পালিত হল বিশ্বনবী দিবস। সোমবার ও মঙ্গলবার দু’দিনের এই অনুষ্ঠানের আয়োজক ছিল সোনাতলা পল্লীমঙ্গল সমিতি। এই উপলক্ষে আলোচনা সভা, গজল প্রতিযোগিতা এবং ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়। |