বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, জানাল আইএমএফ-বিশ্বব্যাঙ্ক
সংবাদ সংস্থা • ওয়াশিংটন
১৬ জানুয়ারি |
চলতি অর্থবর্ষে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি। এই আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) ও বিশ্বব্যাঙ্ক। আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দের মতে, গত বছরের শেষের দিক থেকে কোনও রকম আর্থিক সাহায্য ছাড়াই উন্নত দুনিয়ায় ছন্দে ফেরার লক্ষণ দেখা গিয়েছে। এ বছরেও তা বজায় থাকবে। তবে ৪% বৃদ্ধির যে-আশা করা হয়েছিল, তুলনায় এখনও তা অনেকটা কম। একই কথা জানিয়েছে বিশ্বব্যাঙ্কও। আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে দ্বিবার্ষিক যে-রিপোর্ট প্রকাশ করে তারা, সেখানেই চলতি বছরে ৩.২% এবং ২০১৫ সালে ৩.৪% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত বছরেও যা ছিল ২.৪%। তবে দু’পক্ষই বলেছে, সার্বিক ভাবে সন্তুষ্টির কারণ ঘটেনি। সে ক্ষেত্রে জাপানের মতো দেশে যেমন সংস্কার জরুরি, তেমনই ইউরোপের আর্থিক পরিস্থিতিও বিপদের বাইরে নয় বলে মত তাদের।
|
নয়া মিউচুয়াল ফান্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নতুন একটি মিউচুয়াল ফান্ড প্রকল্প বাজারে ছাড়ল ডিএসপি ব্ল্যাকরক। ‘ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড’ শীর্ষক ওই প্রকল্পের টাকা শেয়ার ও ঋণপত্রে ঘুরিয়ে-ফিরিয়ে লগ্নি করা হবে। এটি একটি ওপেন এন্ডেড ফাড। সংস্থার এগ্জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অজিত মেনন বলেন, “বাজারে সুদের হার এবং শেয়ার থেকে মুনাফার সম্ভাবনা বিচার করে শেয়ারে ও ঋণপত্রে লগ্নি কখন বাড়ানো বা কমানো হবে, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।” ইস্যু খুলবে আজ। বন্ধ হবে ৩১ তারিখ। মেনন জানান, প্রকল্পের টাকা লগ্নির সিদ্ধান্ত নিয়ে তাঁদের নিয়ম অনুযায়ী, বর্তমানে মোট তহবিলের ১০ শতাংশের বেশি শেয়ারে খাটানো হবে না। অবস্থার পরিবর্তনের সঙ্গে তাল রেখে তা বাড়ানো বা কমানো হবে। ভারতের ডিএসপি গোষ্ঠী ও আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড সংস্থা ব্ল্যাকরকের যৌথ উদ্যোগ ডিএসপি ব্ল্যাকরক। ডিএসপির মালিকানা ৬০%, ব্ল্যাকরকের ৪০%।
|
নাওমি ইশি টয়োটা কির্লোস্কর মোটরের নয়া এমডি হয়েছেন।
|
এয়ারটেল-এর ‘ফুটবল প্যাক’ |
বৃহস্পতিবার রাজ্যের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ প্রকল্প আনল এয়ারটেল। সেই উপলক্ষে হাজির দুই প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি (বাঁ দিকে) ও মানস ভট্টাচার্য। সংস্থার এই ‘ফুটবল প্যাক’-এ ইস্টবেঙ্গল-মোহনবাগানের বিভিন্ন খেলার সরাসরি ধারাবিবরণী ও খবর ছাড়াও খেলোয়াড়দের সম্পর্কে নানা তথ্য মিলবে। |