শুরু হল ঘাটাল উৎসব ও শিশুমেলা। বৃহস্পতিবার সকালে ঘাটাল চক্রের সমস্ত প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে ঘাটাল শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ বার এই মেলার রজতজয়ন্তী। মেলা চলবে ১০ দিন। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন ময়াল-ইছাপুর মঠের অধ্যক্ষ স্বামী নির্লিপ্তানন্দ। মেলা কমিটির যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ কুলভী জানান, এ বারের বিশেষ আকর্ষণ দমদম সেন্ট্রাল জেলের কয়েদিদের নিয়ে অনুষ্ঠান।
|
নিক্বণ সাংস্কৃতিক মেলা শুরু বালিতে |
মেলা উপলক্ষে শোভাযাত্রা।—নিজস্ব চিত্র। |
ইতিহাসবিদেরা জানাচ্ছেন, চাকা আবিষ্কারেরও বহু আগে জলপথে নৌকো চালাতে শিখেছিল মানুষ। গোটা বিশ্বে বিভিন্ন লোকসংস্কৃতিতে এই জলযানটি নানা আকারে-প্রকারে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কারণ প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছিল কোনও না কোনও নদীর তীরেই। এই ভাবনা থেকেই ‘লোকসংস্কৃতিতে নৌকো’ এই থিমকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল বালির নিক্বণ সাংস্কৃতিক মেলা। থিম অনুযায়ী সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণকে। নৌকো নিয়ে প্রকাশিত স্ট্যাম্পের প্রদর্শনী থাকছে। নিক্বণ থিয়েটার ইউনিটি এবং নিক্বণ ব্যালে ট্রুপ পরিবেশন করবে নৃত্যনাট্য ‘নৌকা যাত্রা’। ১৬-১৯ জানুয়ারি মেলার দিনগুলিতে বিভিন্ন লোকনৃত্যেরও আয়োজন থাকছে বলে জানান নিক্বণ সাস্কৃতিক সংস্থার কর্ণধার পার্থ নাগ।
|