টুকরো খবর
পাতা জুড়ে
ছেলেকে বাড়ি ফেরাতে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের গোটা পাতা জুড়ে চিঠি লিখলেন মা। চিনের ঘটনা। বিয়ের জন্য চাপ দেওয়ায় অস্ট্রেলিয়ার পাঠরত পেং বারবার অনুরোধ সত্ত্বেও বাড়ি আসেননি। শেষমেশ তাই সংবাদপত্রের পাতাজোড়া চিঠিতে মা লিখলেন, “তোমার মা-বাবা আর কখনও বিয়ের জন্য চাপ দেবে না। নতুন বছরে বাড়ি ফিরে এসো।”

অগুস্তা যোগের দাবি
ঘুষ দেওয়ার অভিযোগে সম্প্রতি অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে ভিআইপিদের জন্য কপ্টার কেনার চুক্তি বাতিল করেছে ভারত সরকার। ‘অপারেশন ব্লুস্টারে’ ব্রিটিশ যোগ নিয়ে তদন্তের ক্ষেত্রেও উঠে এসেছে ওই সংস্থার নাম। ব্রিটেনে সম্প্রতি প্রকাশিত কিছু নথিতে ১৯৮৪ সালের স্বর্ণমন্দির অভিযানে ব্রিটিশ সাহায্যের প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি সে দেশের পার্লামেন্টের দুই সদস্যের। তাঁদেরই এক জন আজ দাবি করেছেন, ১৯৮৪ সালের অভিযানে ব্রিটিশ সাহায্যের সঙ্গে অগুস্তা ওয়েস্টল্যান্ডের যোগ রয়েছে কি না তা তদন্ত করে দেখা উচিত। কারণ, সেই সময়ের কিছু নথিপত্র থেকে জানা গিয়েছে অগুস্তার জন্য ভারতে কপ্টার বিক্রির সুযোগ তৈরির চেষ্টা করছিল ব্রিটিশ সরকার। এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ওবামাকে হুমকি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুমকি দেওয়ার অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড ও আড়াই লক্ষ ডলার জরিমানা হল বছর সাতান্নর মহিলার। নাম ডেনিস ও’নিল। পুলিশ জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর হোয়াইট হাউসে ১৫ পাতার একটি চিঠি পাঠিয়ছিলেন ডেনিস। তাতে লেখা ছিল,খুব শিগগিরই ওবামাকে খুন করতে ওয়াশিংটন আসছেন তিনি। এই নিয়ে দ্বিতীয় বার ডেনিসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠল। ২০০৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকেও হুমকি চিঠি পাঠিয়েছিলেন তিনি।

অসুস্থতার জন্য
অসুস্থতার কারণে ফের আদালতে হাজিরা দিতে ব্যর্থ হলেন দেশদ্রোহের মামলায় জড়িত প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তাঁর আইনজীবী কোর্টে জানান, মুশারফকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।

খনিতে আগুন
কয়লাখনিতে আগুন লেগে মৃত্যু হল ছয় শ্রমিকের। পুড়ে জখম আরও এক। বুধবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ভিয়েতনামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বদ্ধ খনিতে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে কর্মরত ছয় শ্রমিকের। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও।

স্কুলে গুলি
স্কুলের জিমে তখন ৫০০ ছাত্রছাত্রীর ভিড়। হঠাৎই একটি বন্দুক বার করে গুলি ছুড়তে শুরু করল বছর বারোর ছেলেটি। বুধবার নিউ মেক্সিকোর এক স্কুলে। আহত দুই শিক্ষক ও দুই ছাত্র। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.