জয়ী দোমহানি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বীরভানপুর ওল্ড জিটি টাইপ মাঠে স্মৃতি ক্রিকেটের একটি দৃশ্য।—নিজস্ব চিত্র। |
গৌরীবালা মিত্র, কাননকুমার মিত্র ও দীপককুমার মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল দোমহানি একাদশ। বীরভানপুর লাগোয়া ওল্ড জিটি মাঠে তারা দুর্গাপুর ভাই ভাই একাদশকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ভাই ভাই ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। জবাবে দোমহানি ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ৭৭ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের ভাগীরথ দাস। আয়োজকদের পক্ষে রাজু মিত্র জানান, এ দিনের বিজয়ী দল দুর্গাপুর অনন্যা একাদশের সঙ্গে ১৯ জানুয়ারি ফাইনাল খেলবে।
|
জিতল বাম
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বাম অ্যাপলো সঙ্ঘ ১৮ রানে হারিয়েছে ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে। এ দিন প্রথমে ব্যাট করে বাম অ্যাপলো ২৫ ওভারে চার উইকেটে ১৪৩ রান করে। দলের বিশ্বজিত্ সানা ৬০ রান করেন ও সৈকত চক্রবর্তী ১২ রানে ২ উইকেট নেন। জবাবে ওয়েস্ট বর্ধমান ২৪ ওভারে ১২৫ রান করে। দলের সাগর দত্ত ২৬ রানে ২ উইকেট নেন। সমীর দত্ত ২৭ রান করেন।
|
হারল সেল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন নকআউট ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় হরিপুর সিএ। আসানসোল স্টেডিয়ামে তারা সেল আইএসপিকে ৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে হিরাপুর নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে সেল আইএসপি ১৫৩ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৬০ রান করেছেন জয়ী দলের আনন্দ সাউ।
|
জিতল বাঁশড়া
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্বরাজ স্মৃতি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় বাঁশড়া এসটিডিসি। তারা খাড়শুলি মাঠে বাবুপুর এএসএসজিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। খেলার সেরা হন বিজয়ী দলের গোলকিপার রাজু শা। |