|
|
|
|
চিত্র সংবাদ |
শ্যুটিং করছেন না এঁরা |
|
|
কেউ শীতের দুপুরে। কেউ শীতের রাতে। ব্যাট হাতে দেবশঙ্কর, ব্যাট হাতে
পরম।
কখনও ‘বব বিশ্বাস’, কখনও
‘ফেলু মিত্তির’। কোথাও বোলার সোহম,
কখনও উইকেট কিপার গৌতম হালদার
ছবি: সুব্রত কুমার মণ্ডল ও কৌশিক সরকার।
|
আনাচে কানাচে |
|
সে দিন পার্পল মুভি টাউনে হঠাৎ দেখা। জয়-বীরুর স্রষ্টার সঙ্গে পরিচয় হল ‘বাংলা ছবির শোলে’র
পরিচালকের।
রমেশ সিপ্পি ও কমলেশ্বর মুখোপাধ্যায়। দেখা হতেই কমলেশ্বরের ‘চাঁদের পাহাড়’ দেখার আগ্রহ
প্রকাশ করলেন
‘গব্বর’-য়ের স্রষ্টা।
“শুনলাম আপনার ছবি বিরাট ব্যবসা করেছে। খুব ইচ্ছে রইল ছবিটা
দেখার,” নিজস্ব ভঙ্গিতে বলেন রমেশ।
কমলেশ্বরও
তৈরি ছিলেন।
রমেশের হাতে তুলে দিলেন তাঁর আগের
ছবি ‘মেঘে ঢাকা তারা’র ডিভিডি। বললেন, “আপনার ছবির
আমি বিরাট ফ্যান।
বহু বার ‘শোলে’
দেখেছি।
আজ আপনার সঙ্গে দেখা হয়ে
খুব অনুপ্রাণিত লাগছে,” বলেন মৃদুভাষী কমলেশ্বর। |
ছবি: কৌশিক সরকার। |
|
|
|
|
|