গাফিলতি, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। সোমবার রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। রোগীর পরিবারের অভিযোগ, রবিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ইসলামপুরের জগতাগাঁওয়ের এক মহিলা। সোমবার অস্ত্রোপচারের পরে শিশু পুত্রের জন্ম দেন তিনি। তার পরিবারের অভিযোগ, হাসপাতালে অপারেশনের সময়ে শিশুর পেটের নাভির পাশের অংশ কেটে যায়। শিশুটিকে ইসলামপুর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ও পরে কলকাতায় পাঠানো হয়। এর পরে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর বাড়ির লোকজন। যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ জানান শিশুটির বাবা গণেশ সিংহ। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।’’ তবে ইসলামপুর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিখিল চন্দ্র ভক্ত বলেন, “শিশুটি জন্মগত ত্রুটি নিয়েই জন্মেছিল। জন্মের সময় থেকেই তার নাভির পাশে খাদ্যনালি বাইরের দিকে ছিল। চিকিৎসায় গাফিলতিতে হয়নি। সেটি ঠিক করানো জন্য শিশু শল্য চিকিৎসকের প্রয়োজন। ওই শিশুর বাবা ও আত্মীয়দের বুঝিয়ে বলেছি।”
|
ডায়াগনিস্টিক সেন্টারে হানা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগে এগরা শহরের একটি ডায়াগনিস্টিক সেন্টার থেকে আলট্রা-সোনোগ্রাফি মেশিন বাজেয়াপ্ত করা হল। এগরা মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের পাশেই ওই কেন্দ্রটি। মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “অভিযোগ পেয়ে মঙ্গলবার আমি ওই ডায়াগনিস্টিক সেন্টারে গিয়ে হাতে-নাতে বিষয়টি ধরি এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলি।” এসডিপিও রবীন্দ্রনাথ চক্রবর্তী জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ আটক করেছে বলে জানান।
|
দু’টি শববাহী গাড়ি পড়ে চার মাস ধরে |
ময়না-তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া কাজে ব্যবহৃত দু’টি শববাহী গাড়ি দীর্ঘ চার মাস ধরে অকেজো পড়ে রয়েছে। ঘটনাস্থল থেকে দ্রুত দেহ নিয়ে ময়নাতদন্তে পাঠানোর জন্য কাজে চার বছর আগেও মালদহ জেলা পুলিশকে গাড়ি ভাড়া করতে হত। অনেক সময়ই মালদহ মেডিক্যাল কলেজে দেহ অনেক দেরিতে পৌঁছনোয় ময়নাতদন্তের কাজেও দেরি হত। ২০০৮ সালে জেলা পুলিশের অনুরোধে সিপিএমের রাজ্যসভার সদস্য সীতারাম ইয়েচুরি মালদহ জেলা পুলিশকে সাংসদ কোটার টাকায় দুইটি শববাহী গাড়ির ব্যবস্থা করে দেন। তার পরে তা ভাল ভাবেই চলছিল। গাড়ি চালুর পর মৃতের পরিবারের লোকেরা বিনামূল্যে দেহ ময়না-তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারতেন। কিন্তু চার মাস ধরে দুটি গাড়ি বিকল হয়ে পড়ে রয়েছে মালদহ পুলিশ লাইনে। এতে কখনও বাইরের গাড়ি ভাড়া করে, কখনও বা ভ্যান রিকশায় করে মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় অবশ্য এই প্রসঙ্গে বলেছেন, “বার্ষিক রক্ষণাবেক্ষণে কিছু দিনের জন্য ওই দুইটি গাড়ি বন্ধ রাখা হয়েছে। ওই কাজ শেষ হলেই গাড়িগুলি চালু করা হবে।” দলের সাংসদের কোটার টাকায় কিনে দেওয়া দুইটি শববাহী গাড়ির এহেন দশায় সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “জেলা পুলিশের অনুরোধেই সাংসদ সীতারাম ইয়েচুরি দুটি গাড়ির টাকা বরাদ্দ করেন। আমরা পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নিতে বলব।”
|
কুশবেড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল ক্লাব প্রাঙ্গণে। প্রায় ৭২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ছিলেন সাংসদ সুলতান আহমেদ, কমিশনার অর্জুন সরকার প্রমুখ। |