টুকরো খবর
মাস্টার প্ল্যান নিয়ে তরজা
চাপান উতোর অব্যাহত। বন্যা নিয়ন্ত্রণের প্রশ্নে মুর্শিদাবাদের এক মাত্র ভরসা কান্দি মাস্টার প্ল্যান এখনও অথৈ জলে। এ ব্যাপারে কেন্দ্র-রাজ্য পারস্পরিক বিরোধে ওই মাস্টার প্ল্যানের কাজ থমকে রয়েছে গত কয়েক বছর ধরেই। সোমবার স্থানীয় কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার দাবি করেন, কাজ শুরু না করে রাজ্য সরকার এ ব্যাপারে ‘মিথ্যাচার’ করছে। তিনি জানান, ২০১১সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কান্দির বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ৪৩৯ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। অপূর্ব বলেন, “রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী মানস ভুঁইয়া কাজ অনেকটা এগিয়েও ছিলেন। কিন্তু রাজ্য সরকারের উপর থেকে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ওই কাজ না করে মিথ্যা কথা বলে এলাকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।” অপূর্ববাবুর দাবি, কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে দেশ জুড়ে অসম, বিহার, হিমাচলপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গে ৫০টি বন্যা নিয়ন্ত্রনের কাজের অনুমোদন হয়েছে। সর্বত্রই কাজ শুরু হয়েছে। কিন্তু রাজ্যের ওই একটি মাত্র কাজ অনুমোদিত হলেও কাজ শুরু হয়নি। রাজীববাবু অবশ্য পাল্টা অভিযোগ করছেন, “রাজ্য সরকার তার বরাদ্দের ৪৬ কোটি টাকা গত ২০১১-১২ মরসুমেই দিয়ে দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ না আসায় থমকে রয়েছে কাজ। অথচ লোকসভা নির্বাচনের আগে তা আড়াল করতেই রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কংগ্রেস বিধায়ক।” প্রসঙ্গত, বন্যা নিয়ন্ত্রনের জন্য বরাদ্দের ৭৫ শতাংশই দেওয়ার কথা কেন্দ্রের। বাকি ২৫ শতাংশ টাকা দেবে সংশ্লিষ্ট রাজ্য।

ব্লক সভাপতির রদবদল
মুর্শিদাবাদের তিনটি ব্লকে সভাপতি পরিবর্তনের কথা ঘোষণা করল কংগ্রেস। আবু হেনা জেলা সভাপতি হওয়ার পর এই প্রথম জেলায় সাংগঠনিক পরিবর্তন ঘটল। রঘুনাথগঞ্জ ১ ব্লক কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ সিংহকে। তার জায়গায় নতুন সভাপতি হলেন হাসানুজ্জামান বাপ্পা। কাজেম আলির জায়গায় জঙ্গিপুর শহর কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হলেন পুর কাউন্সিলার সঞ্জীব মণ্ডল। ভগবানগোলা ১ ব্লকে দলের সভাপতি ছিলেন নজরুল ইসলাম। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে ইবনে সাউদকে। জেলা কগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, ‘‘দলকে সক্রিয় করার জন্যই এই পরিবর্তন। জেলায় আরও কয়েকটি ব্লক কংগ্রেস নেতৃত্বের পরিবর্তন করার চিন্তা ভাবনা চলছে।” এ দিকে, অপসারণের পরই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান কংগ্রেস সভাপতি দিলীপ সিংহ। তিনি বলেন, ‘‘এই পরিবর্তনের ব্যাপারে আমাকে কেউ কিছুই জানায়নি। এটা অসৌজন্যমূলক। ভালই হয়েছে। আমি তৃণমুলে যোগ দিচ্ছি।”

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম আলমগির শেখ(২৭)। ঘটনায় জখম হয়েছেন মহিরুদ্দিন শেখ নামে আরও এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তিনি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ওই দুই যুবক বাইক নিয়ে ডাকবাংলা বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় একটি সাঁকোর কাছে নিয়ন্ত্রন হারিয়ে বাইকটি পড়ে যায় কুড়ি ফুট নীচের একটি খাদে। আশঙ্কাজনক অবস্থায় দুই যুবককেই বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই মারা যান আলমগির শেখ।

অধীরের তোপ
বিজেপিকে রুখতে কংগ্রেস ছাড়া উপায় নেই বলেই মনে করছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। মঙ্গলবার রেজিনগরের দলীয় সভায় তাঁর দাবি, “নরেন্দ্র মোদীকে রুখতে পারে একমাত্র কংগ্রেস। এ কাজ তৃণমূল বা বামফ্রন্টের দ্বারা হবে না।” এ দিন শাসক দলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে অধীর জানান, মুর্শিদাবাদ জুড়ে কংগ্রেসের দলীয় কর্মী-সমর্থকদের উপরে শাসক দলের হামলার পাল্টা জবাব দেবে কংগ্রেস।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে বড়ঞার হাপিনা গ্রামের এই ঘটনায় মৃতের নাম মনোরঞ্জন ভল্লা (৪৭)। পেশায় দিনমজুর ওই ব্যক্তির ডান পা ভেঙ্গে গিয়েছিল কয়েক দিন আগে। তারপর থেকেই মনোরঞ্জনবাবু পায়ের ব্যথায় ভুগছিলেন। বিষয়টি নিয়ে মানসিকভাবে অবসাদগ্রস্তও ছিলেন তিনি।

কৃষি মেলা শুরু
তিনদিন ব্যাপী কৃষ্ণনগর-২ ব্লকের কৃষি মেলা শুরু হল। মঙ্গলবার মেলার উদ্বোধান করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রথম দিনেই জনাদশেক কৃষকের হাতে কিষান ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। মেলার দিনগুলিতে সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠান
কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে চলছে কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত সাংস্কৃতিক উৎসব। ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় রয়েছে লোকগীতির আয়োজনও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.