মাঝরাতে পিছু ধাওয়া করে চোরাই একটি ট্রাক উদ্ধার করল পুলিশ। গাড়িটি চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও মিলেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে চাঁপাডাঙায়। ধৃত পঙ্কজ কুমার ও তথাগত সরকারকে চন্দননগর আদালতের বিচারক ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ২৬ নম্বর রুটে ঘোষপুকুর মোড়ে দাঁড়িয়ে গাড়ি তল্লাশি করছিলেন তারকেশ্বর থানার এক এএসআই। সঙ্গী কয়েক জন কনস্টেবল। চণ্ডীতলার দিক থেকে আসা একটি ট্রাককে হাত দেখিয়ে থামতে বলেন তাঁরা। কিন্তু গতি বাড়িয়ে ছুটতে থাকে সেটি। সন্দেহ হওয়ায় পুলিশকর্মীরা তাড়া করেন। চাঁপাডাঙায় ট্রাকটি ধরা হয়।
|
পঞ্চায়েত ভোটের আগে ভেঙে গিয়েছিল ডোমজুড়ের উত্তর ঝাঁপরদহের সত্যপীরতলায় একটি সেতু। উত্তর ঝাঁপরদহ পঞ্চায়েতের উদ্যোগে নতুন ভাবে গড়ে তোলা সেই সেতুর উদ্বোধন হল গত শনিবার। সেতুটির নামকরণ হয়েছে এলাকার প্রয়াত সমাজসেবী বিশ্বরতন গঙ্গোপাধ্যায়ের নামে। সেতুর দু’পাশে বসানো হয়েছে দু’টি ত্রিফলা আলো। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তাদের নিজস্ব তহবিল থেকে সেতু তৈরি হয়েছে। প্রধান সজল দাস বলেন, “যাতায়াতে অসুবিধা হচ্ছিল। পঞ্চায়েত এলাকায় ত্রিফলা আলো বসানোর পরিকল্পনা আছে আমাদের। আপাতত দু’টি আলো লাগানো হয়েছে। পরে আরও ৮টি বসবে।” তাঁর দাবি, গ্রামীণ হাওড়ায় ত্রিফলা আলো এই প্রথম।
|
হাওড়া জয়পুর অমরাগোড়িতে শান্তিমেলা অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দিলীপকুমার সিংহ। বিভিন্ন স্টলে ছিল বাঁশের তৈরি জিনিসপত্র, কাঠের তৈরি নকশা, জরির কাজের প্রদর্শনী। সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেয় তিনশোরও বেশি প্রতিযোগী। ছিল গ্রামীণ পিঠে-পায়েস তৈরি করার প্রতিযোগিতা। বুক স্টল ছাড়াও খেলনা ও খাবারের দোকানের ভিড়ে মেলা ছিল জমজমাট।
|
দু’দিন ব্যাপী ১৪ তম চাকুর শিশু উত্সব হয়ে গেল বাগনানের চাকুরে। অমর স্মৃতি ক্লাবের উদ্যোগে শিবতলা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশুরোগ বিশেষজ্ঞ অনুপ মঙ্গল। ছিল বর্ণাঢ্য প্রভাতফেরি। ‘সৃজনী’ দেওয়াল পত্রিকার ৩৭ তম প্রকাশ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। |