এক যুবকের (৪৫) পচাগলা দেহ উদ্ধার করেছে রিভার ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকালে, গঙ্গা থেকে। রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। কলকাতা পুলিশ সূত্রের খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ বেগুনি রঙের ফুলহাতা সোয়েটার, নীল রঙের জিন্স ও সাদা মোজা পরা অবস্থায় ওই যুবককে উত্তর দিকের একটি ঘাটের কাছে ভেসে যেতে দেখেন রিভার ট্রাফিকের টহলরত কর্মীরা। দেহটিকে একটি নৌকার পিছনে বেঁধে বাজে কদমতলা ঘাটে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। পুলিশের অনুমান, কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের অনেক অংশেই মাংস ছিল না। ওই যুবক জলে ডুবে মারা গিয়েছেন, না তাঁকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। অন্য দিকে, এ দিনই বিধাননগর মল্লারভেড়ির ময়লা ফেলার মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা দেহ মেলে। এ দিন সকালে মাঠে ময়লা ফেলতে গিয়ে দেহটি দেখতে পেয়ে সাফাইকর্মীরা পাঁচ নম্বর সেক্টর থানার পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁর দেহে অবশ্য কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
|
ফের মেট্রোর লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ার জেরে ব্যাহত হল পরিষেবা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সদন স্টেশনে। এই ঘটনায় মৃত্যু হয়েছে সামসের আলি (৬০) নামে ওই প্রৌঢ়ের। মেট্রো সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে কবি সুভাষমুখী একটি ট্রেন ঢোকার সময়ে আচমকা ঝাঁপ দেন সামসের। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, এর জেরে আধ ঘণ্টা মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়।
|
তিন দিন পরেও খোঁজ মিলল না নোদাখালির সাড়ে চোদ্দো বছরের কিশোর টোটন দাসের। টোটনের পরিবার জানিয়েছে, শনিবার বিকেলে ওই কিশোর সাইকেল নিয়ে খেলতে বেরিয়েছিল। ওই রাতে আর ফেরেনি। এর পরেই নোদাখালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে ঠাকুরপুকুর, বেহালা এবং বিষ্ণুপুর থানাতেও নিখোঁজ ডায়েরি করে ওই কিশোরের পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর মানসিক ভাবে অসুস্থ।
|
বাড়ির বাগান পরিষ্কার করতে এসে বৃদ্ধা গৃহকর্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে অজ্ঞান করে প্রচুর গয়না নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার কামদারি বোসপাড়ায়। পুলিশ জানায়, বৃদ্ধার স্বামী ও ছেলে মারা গিয়েছেন। তিনি থাকেন নাতির সঙ্গে। কিন্তু নাতি এ দিন বাড়িতে ছিলেন না। দুষ্কৃতী চা খাওয়ার নাম করে বাড়িতে ঢোকে। পুলিশের ধারণা, সে আগেও ওই বাড়িতে কাজ করেছে। তাই বৃদ্ধা তাকে ঢুকতে দিয়েছিলেন।
|
ভস্মীভূত হয়ে গেল রাস্তার পাশের কয়েকটি ঝুপড়ি। মঙ্গলবার দুপুরে, বেলগাছিয়া রোডে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে মিনিট পনেরোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ খতিয়ে দেখছে দমকল। |