সমকামী বিয়ে নিষিদ্ধ ঘোষণা করল নাইজেরিয়া। প্রেসিডেন্ট গুডলাক জোনথান এই সংক্রান্ত আইনটিতে সই করেছেন সম্প্রতি। নয়া এই আইন অনুযায়ী সমকামী সম্পর্কে জড়িতদের ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। সমকামী সংগঠন চালানো, সমকামীদের মিছিল-সমাবেশও এই আইনের আওতায় অপরাধ। সমকামী বিয়েতে মদত দেওয়ার অভিযোগে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে আমন্ত্রিতদেরও। জোনথান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন মার্কিন বিদেশসচিব জন কেরি।
|
ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত পক্ষে ১৭ জনের। গুরুতর জখম আরও আট। সোমবার দুপুরে দক্ষিণ চিনের গুইঝাউ প্রদেশের প্রত্যন্ত গ্রাম লাওশানে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আত্মসমর্পণ করেছে তিন জন। বিস্ফোরণের কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। তদন্ত চলছে। এর আগে গত নভেম্বরে পাইপলাইন বিস্ফোরণে চিনে মৃত্যু হয়েছিল ৪৪ জনের।
|
আমেরিকার নিউ মেক্সিকোর স্কুলে বন্দুকবাজের হানায় আহত হল দুই শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, বন্দুকবাজ এক ১৩ বছরের কিশোর। রসওয়েলের বেরেন্ডো মিডল স্কুলে হানা দেয় সে। তার হামলায় আহত হয় ১৪ বছরের এক ছাত্র ও ১৩ বছরের এক ছাত্রী। অবস্থা সঙ্কটজনক হওয়ায় আহতদের বিমানে টেক্সাসের এক হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার হয়েছে বন্দুকবাজ।
|
সাফল্যের জন্য মাকেই ধন্যবাদ জানালেন হলিউড অভিনেতা লিওনার্দো দিক্যাপ্রিও। ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে বছর চল্লিশের লিওনার্দো বললেন, অভিনয় জগতে আসার অনুপ্রেরণা জুগিয়েছিলেন তাঁর মা-ই। অডিশনেও প্রথম নিয়ে গিয়েছিলেন তিনিই। ‘দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন লিওনার্দো।
|
পাচার চক্রের হাতে সদ্যোজাত শিশুদের তুলে দেওয়ার অভিযোগে এক চিকিত্সকের ফাঁসি ঘোষণা করল চিন। মধ্য চিনের শানজি প্রদেশের হাসপাতালে কর্মরত ওই চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগ, মা-বাবাকে ভুল তথ্য দিয়ে সাত-সাতটি শিশুকে পাচার করেন তিনি।
|
জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল কিশোরের। তাকে মনে রেখেই স্কুলের নাম পরিবর্তন করতে চলেছেন উত্তর পাকিস্তানের এক স্কুল কর্তৃপক্ষ। আইতাজাজ হাসান নামের ওই ছেলেটির নামেই নয়া নাম রাখা হবে স্কুলের। গত সপ্তাহে স্কুলে আসার পথে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় তার। |