কৃতীদের পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
এলাকার ৪২টি স্কুলের ৫০০ জন কৃতী ছাত্রছাত্রীকে চারা গাছ দিয়ে পুরস্কৃত করা হল পূর্বস্থলী ১ ব্লকের লোক সংস্কৃতি ও কৃষি মেলায়। সোমবার এই অনুষ্ঠানে তাদের প্রত্যেককে একটি মেহগনি চারা এবং বিবেকানন্দের জীবনীমূলক বই দেওয়া হয়। এলাকার নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপ চৌধুরী পড়ুয়াদের চারাগাছগুলি উপহার হিসেবে দেন। তিনি বলেন, “গাছ বহু বছর বাঁচে। আশা করব সব ছাত্র-ছাত্রী স্মারক হিসেবে নিজেদের বাড়িতে বাঁচিয়ে রাখবে গাছগুলি।” এ দিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। উৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছোটদের একটি বসে আঁকো প্রতিযোগিতা। মঙ্গলবার লোক সংস্কৃতি উৎসবে পালন করা হয় শ্রমজীবী দিবস।
|
হারল শ্যামগঞ্জ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ব্যান্ডেলের আনলাকি থার্টিন ক্লাব। মঙ্গলবার কালনা শহরের ২ নম্বর ওয়ার্ড হরিজন সমিতির উদ্যোগে প্রতিযোগিতাটি হয়। ভাগীরথীর চরে একটি মাঠে এই খেলায় ব্যান্ডেল হারায় কালনার শ্যামগঞ্জ ক্লাবকে। প্রথমে ব্যাট করে ব্যান্ডেল ১২১ করে। পরে ব্যাট করতে নেমে শ্যামগঞ্জ ৮৫ রান করে। সর্বোচ্চ রান করেন ছোটকা চৌধুরী। টুর্নামেন্টের সেরা শ্যামগঞ্জের চন্দন সাহা।
|
ভলিবল লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর প্রথম ডিভিশন ভলিবল লিগে জাতীয় সঙ্ঘ ৩-১ সেটে অগ্রদূত কোচিং সেন্টারকে ও নবোদয় সঙ্ঘ ৩-১ সেটে বর্ধমান ক্লাবকে হারায়। শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই খেলা হয়। দ্বিতীয় ডিভিশন ভলিবল লিগে পাল্লা রোডের সমস্তপুর ভলিবল ক্লাব ২-০ সেটে মেমারির মণ্ডলজোনাকে ও সিএমএস মর্নিং ২-০ সেটে রতন স্মৃতি সঙ্ঘকে হারায়। |