টুকরো খবর
হাসপাতালে তালা গ্রামবাসীর
হাসপাতালে এসে চিকিৎসককে না পেয়ে হাসপাতালের গেটে তালা ঝোলাল গ্রামবাসী। সোমবার বিকেলে রানিনগর থানার কাতলামারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকে কয়েকজন রোগী হাসপাতালের চিকিৎসক পিন্টু মণ্ডলকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পিন্টু বাবুর অভিযোগ, ‘‘ব্লকের বিএমওএইচ না থাকার ফলে আমাকে ওই দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে রানিনগরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। এ দিন দুপুরে এলাকার কিছু মানুষ রোগীদের ভুল বুঝিয়ে উত্তেজিত করেছেন। তার ফলেই ক্ষুব্ধ বাসিন্দারা হাসপাতালে তালা ঝোলান।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

পোলিওমুক্ত ভারত
পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেতে চলেছে ভারত। আগামী ১১ ফেব্রুয়ারি মাসে ভারতকে সরকারি ভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। তিন বছর আগে, পোলিও আক্রান্ত শেষ রুগিটির সন্ধান পাওয়া গিয়েছিল হাওড়ায়। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেন, “তার পর থেকে দেশে আর কোনও পোলিও রুগির সন্ধান মেলেনি। ২০০৯ সালের আগে পর্যন্ত ফি বছর বিশ্বের পোলিও আক্রান্তদের অর্ধেকের বেশি ঘটনা ঘটত ভারতে। কিন্তু সরকারের নীতি ও ২৫ লক্ষ স্বাস্থ্যকর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাফল্য মিলেছে।”

কংগ্রেসের দাবি
সাধারণত সূর্যাস্তের আগে ময়না-তদন্ত করা হয়ে থাকে। অথচ মৃত দুই তৃণমূল কর্মীর ময়নাতদন্ত হয়েছে সন্ধ্যা সাতটার পরে। এর প্রতিবাদে শনিবার হাসপাতাল সুপারকে স্মারকলিপি দিয়েছে কংগ্রেস। রামপুরহাট হাসপাতালের ঘটনা। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ মনি বলেন, “বুধবার বিকেল ৪.১৫ মিনিট নাগাদ মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় সাজমান শেখ নামে এক তৃণমূল কর্মীর। ওই দিন সন্ধ্যা ৭টার পরে ময়নাতদন্ত করা হয়েছে। পরের দিন বিকেল ৩.১৫ মিনিট নাগাদ কীটনাশক খেয়ে মৃত্যু হয় নিতাই ভাণ্ডারী নামে এক প্রৌঢ়ের। তিনি তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষা সেলের সদস্য। এ ক্ষেত্রেও সন্ধ্যা ৭টার পরে ময়নাতদন্ত হয়েছে।” তাঁর দাবি, “তৃণমূল নেতা-মন্ত্রীদের চাপে পড়ে সুপার ময়নাতদন্ত করতে বাধ্য হন। তা হলে সাধারণ মানুষের ক্ষেত্রে কেন নিয়ম ভাঙা হয় না?” হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “সাজমানের পরিবারের লোকেরা ওই দিন ময়নাতদন্ত করার জন্য হাসপাতালে বিশৃঙ্খলা করছিলেন। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে এই ব্যবস্থা নিয়েছি। দ্বিতীয়টির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। কোনও বেআইনি কিছু করা হয়নি।” জেলা স্বাস্থ্য উন্নয়ন কমিটির অন্যতম সভাপতি তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় শনিবার বলেছিলেন, “ঘটনার কথা আমার জানা নেই। তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে, কোনও চিকিৎসক যদি ময়নাতদন্ত করেন, সেখানে বেআইনি হয় না বলে আমি মনে করি।”

সিলিকোসিসে ফের অসুস্থ মিনাখাঁয়
পাথর খাদানে কাজ করতে গিয়ে ফের সিলিকোসিসে আক্রান্ত হওয়ার খবর মিলল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর গোয়ালদহ গ্রামে। আবুল পাইক নামে ওই যুবককে মিনাখাঁ হাসপাতাল থেকে আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কিছুদিন আগে মিনাখাঁর ধুতুরদহ পঞ্চায়েতের গোয়ালদহ, ধুতুরদহ, দেবীতলা গ্রামের পাঁচ জন এক সপ্তাহে সিলিকোসিসে আক্রান্ত হয়ে মারা যান। তাঁরা সবাই বর্ধমানের পাথরখাদানে কাজ করতে গিয়েছিলেন। উত্তর ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুষ্পেন্দু সেনগুপ্ত বলেন, “যাঁরা পাথর খাদান থেকে ফিরেছিলেন, তাঁদের বেশিরভাগেরই সিলিকোসিসে আক্রান্ত হয়েছিলেন। আবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।”

চিকিৎসক-সম্মেলন
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় চিকিৎসকদের নিয়ে দু’দিনের সম্মেলন হয়ে গেল কলকাতায়। উদ্যোক্তা ‘গ্লোবাল অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব ইন্ডিয়ান অরিজিন’। হাজির ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসেকরা। প্রধান অতিথি ছিলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অনুষ্ঠানে আয়োজক সংস্থার তরফে একটি ওয়েবসাইটেরও উদ্বোধন হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.