টুকরো খবর
দলে ভাঙন ঠেকাতে আন্দোলনে কংগ্রেস
দলের ভাঙন ঠেকাতে আন্দোলনের পথে নামল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার জলপাইগুড়ি শহরে মিছিল করেছে কংগ্রেস। দীর্ঘ মিছিলের জন্য যানজটেরও সৃষ্টি হয়। সম্প্রতি দলের জেলা যুব সভাপতি সহ কয়েকজন নেতা ও কর্মী তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে দলে ভাঙন শুরু হয়েছে। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের মতো শক্ত ঘাটিতেও ছাত্র পরিষদ মনোনয়ন জমা দিতে পারেনি বলে দলের অন্দরেই অভিযোগ উঠেছে। সন্ত্রাস ও নারী ধর্ষণের প্রতিবাদে এ দিন রাজ্য জুড়ে প্রতিবাদ সভা হলেও একই কর্মসূচি শহরে অন্যমাত্রা যোগ করেছে বলে মনে করথেন অনেকেই। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “গুন্ডাগিরি করে, টাকা ছড়িয়ে দল ভাঙিয়ে যারা বলে বেড়াচ্ছেন শহরে কংগ্রেস বলে কিছু নেই আমরা তাঁদের এ দিন রাজনৈতিক জবাব দিলাম।” পিনাকীবাবু তৃণমূলের নাম না করলেও এ দিনের মিছিলে দলীয় কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। যদিও জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় গুন্ডাগিরির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘হাতেগোনা কিছু মানুষকে জড়ো করে কংগ্রেসকে জানান দিতে হচ্ছে যে ওঁরা আছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক কী হতে পারে। রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার দেখে ওই দলের কর্মীরা তৃণমূলে আসছেন।” তিনি দাবি করেন, এ দিনও পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১১০ জন কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। সোমবার কংগ্রেসের মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক সুখবিলাস বর্মা, দলের জেলা সভাপতি নির্মল ঘোষদস্তিদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

গাফিলতিতে শো-কজ
মিড ডে মিলের অ্যাকাউন্ট খোলার কাজে গাফিলতিতে আলিপুরদুয়ার ২ ব্লকের ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ৪৪ সহকারী প্রধান শিক্ষককে শোকজ করেছে রাজ্য শিক্ষা দফতর। গত শনিবার রাজ্য শিক্ষা দফতরের নির্দেশে আলিপুরদুয়ার পূর্ব মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক সুভাষ মণ্ডল সকলকে শো-কজের চিঠি পাঠান। তিনি বলেন, “পূর্ব মণ্ডলের ২০৯টি স্কুলকে তিন মাস আগে মিড ডে মিলের অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়। ২৩টি স্কুল এখন পর্যন্ত অ্যাকাউন্ট খোলেনি। এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়ার পরেও ৪৪ টি স্কুলের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত থাকেননি। শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছিল, দফতরের নির্দেশ মতোই পদক্ষেপ করা হয়েছে। শোকজের উত্তর পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।” পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বায়ক কৌশিক সরকার বলেন, “উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।” নিখিলবঙ্গ বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য সুজিত দে বলেন, “সরকারি নয়ম বা নির্দেশ অমান্য করা ঠিক নয়। শিক্ষা দফতরের সঠিক উদ্যোগ।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্তিমোহন রায় বলেন, “এত দিন মিড ডে মিলের রান্নার টাকা সরাসরি স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে দেওয়া হত। সরাসরি স্কুলগুলির অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অ্যাকাউন্ট খোলা জরুরি।” শোকজ হওয়া শিক্ষকরা মন্তব্য করতে চাননি।

তৃণমূল বিডিওকে স্মারকলিপি দিল
এলাকায় বাড়ি তৈরির নকশা দীর্ঘ ৭ মাস ধরে অনুমোদন করা হচ্ছে না। একাধিক রাস্তা নষ্ট হয়ে পড়ে রয়েছে। যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পানীয় জলের সমস্যাও রয়েছে অনেক এলাকায়। সোমবার এলাকার বিভিন্ন নাগরিক পরিবেষর বেহাল পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে বিডিওকে স্মারকলিপি দেল তৃণমূলের আঠেরোখাই অঞ্চল কমিটি। বিডিও দীপান্বিতা পাত্র বলেন, “এ দিন তৃণমূলের তরফে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” তৃণমূলের আঠেরোখাই অঞ্চল কমিটির সভাপতি দিলীপ চক্রবর্তী, কার্যকরি সভাপতি অভিজিৎ পালরা জানান, দীর্ঘদিন ধরেই নাগরিকরা ওই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত। তাই সমস্যা সমাধানের দাবি তোলেন তাঁরা।

কুড়ি ওভারে জয়ী জলপাইগুড়ির দল
সিএবি-র আন্তঃজেলা টি টুয়েন্টি ক্রিকেটে সোমবার ২৪ রানে জিতল জলপাইগুড়ি রাইনো। এ দিন কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে উত্তর ২৪ পরগণার চ্যাম্পসকে তারা হারিয়েছে। টসে জিতে ব্যাট করে জলপাইগুড়ি রাইনো ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ত্রিদিব পোদ্দার ৩৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে চ্যাম্পস ৯ উইকেটে ১০৬ রান তোলে। সর্ব্বোচ্চ ৫৮ রান করেন শ্রীময় ঘোষাল।

অস্ত্রসহ গ্রেফতার
ভূটান থেকে আনা পিস্তল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। সোমবার দুপুরে বীরপাড়া শহরে। তার দুই সঙ্গী পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত ওই যুবকের নাম রঞ্জন ঠাটাল। বীরপাড়ার ভূটান লাগোয়া লঙ্কাপাড়া গ্রামের বাসিন্দা ধৃত যুবক এবং তার সঙ্গীরা বাইকে চেপে দুপুর বেলায় বাজার এলাকায় ঢুকেছিল বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

পুরসভার উদ্যোগ
আলিপুরদুয়ার শহরের বৌবাজার ও বড়বাজারে সব্জি ব্যবসায়ীদের জন্য শেড তৈরি করবে পুরসভা। সোমবার আলিপুরদুয়ার কলেজ হল্ট এলাকার বৌবাজার ঘুরে দেখেন পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক, ভাইস চেয়ারম্যান গৌতম তালুকদার সহ কয়েক জন কাউন্সিলর। চেয়ারম্যান জানান, দুই বাজারে প্রাথমিক ভাবে দশ লক্ষ টাকায় শেড তৈরি করা হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.