তখন পিয়ানিস্ট। ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নিজেই টুইট করলেন ছবি।
সাম্বার দেশের ফুটবল মহাতারকার ডান্স ফ্লোর মাতানোর ব্যাপারটা জানা ছিল। কিন্তু তিনি যে পিয়ানোর মতো ধ্রুপদী বাদ্যযন্ত্রেও সমান দক্ষ সেটা কে জানত! শনিবার আটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ড্র ম্যাচের পর ইউটিউবে এমনই ভিডিও পোস্ট করে চমক ‘ব্রাজিলের বোমা’র। মার্কিন গায়িকা অ্যালিসিয়া কিইস-এর একটি গানে তাঁর পিয়ানো বাজানোর ভিডিও দেখে দু’একজন বেরসিক অবশ্য সন্দেহে ভ্রু কুঁচকোচ্ছেন নেমারের হাত দেখা যাচ্ছে না বলে। ফ্যানরা এবং সংবাদমাধ্যম অবশ্য ‘বেনিফিট অব ডাউট’ দিচ্ছেন তাঁকেই। বিশ্বকাপ ফুটবল ক’মাস পরেই ব্রাজিলে। বিশ্বসেরাদের সঙ্গে টক্কর। সেই লড়াইয়ের মাঠে পায়ের জাদুতে কতটা সুর তুলতে পারেন সাওপাওলোর ‘ওয়ান্ডার কিড’, নেইমারের সমর্থকদের আগ্রহ এখন সেদিকেই।
বিশ্বকাপ দলে গনি
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিজয় জোল। সদ্য জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলেরও ক্যাপ্টেন ছিলেন তিনি। ১৫ সদস্যের টিমে সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব ও বাংলার আমির গনির মতো উঠতিরা আছেন। ফেব্রুয়ারিতে সংযুক্ত আমির শাহিতে শুরু বিশ্বকাপ। তিন বারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু বিজয়দের।
এক পয়েন্টে শেষ আটে
তিন বার এগিয়েও ওয়ার্ল্ড হকি লিগে গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারাতে পারল না ভারত। বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে সর্দার সিংহদের ম্যাচ ৩-৩ ড্র হল। জার্মান গোলকিপারের আত্মঘাতী গোলের পর রুপিন্দার পাল সিংহ ও ভিআর রঘুনাথের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু ব্যবধান বজায় রাখতে পারেননি যুবরাজরা। এর আগে প্রথম ম্যাচে ইংল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় গ্রুপ ‘এ’র শেষেই রইল ভারত। কোয়ার্টার ফাইনালে রঘুনাথদের লড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
মিলান কোচ ছাঁটাই
ইতালিয়ান লিগে চলতি মরসুমে জঘন্য ফলের জন্য শেষ পর্যন্ত কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছাঁটাই করল এসি মিলান। রবিবার লিগের ম্যাচে সাসুয়োলোর কাছে ৩-৪ গোলে হারের পরদিনই এই ঘোষণা করে মিলান। পয়েন্ট টেবলে এগারো নম্বরে নেমে যাওয়া মিলান শীর্ষে থাকা জুভেন্তাসের থেকে ৩০ পয়েন্ট পিছনে। তিন বছর আগে মিলানের দায়িত্ব নেওয়ার পর টিমকে রানার্স আপ করলেও ইব্রাহিমোভিচ, থিয়াগো, সিডর্ফের মতো তারকারা অন্য টিমে যাওয়ায় আলেগ্রি বিপদে পড়ে যান। ইতালির মিডিয়া জানাচ্ছে আলেগ্রির জায়গায় ক্লারেন্স সিডর্ফ দায়িত্ব নেওয়ার আগে নতুন মরসুম পর্যন্ত প্রাক্তন স্ট্রাইকার ইনজাঘিকে অস্থায়ী কোচের পদে রাখা হতে পারে।
ব্যাটমিন্টন ফাইনাল
রামপুরহাট ব্যাটমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত ব্যাটমিন্টন প্রতিযোগিতায় মালদহের উত্তীয়-রাজর্ষি জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হল কলকাতার মৈনাক-মিঠুন জুটি। রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ডে রবিবার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য মন্ত্রী সভার উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতরের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তাদের তরফ থেকে বিধায়কের কাছে রামপুরহাটে একটি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করে দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। বিধায়ক জানান, এ ব্যাপারে রাজ্য সরকারের আগ্রহ আছে। তবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করে তারা যদি রাজ্যকে জায়গা দিতে পারেন, তা হলে সরকার ২০ লক্ষ টাকা দিতে রাজি আছে।
আদ্রায় ফুটবল
বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রাজ্য সশস্ত্র পুলিশের (এসএপি) একাদশ বাহিনীর টিম। ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে আদ্রার জীবনপুর ফুটবল দলকে। স্থানীয় মডার্ন ক্লবের উদ্যোগে রেল শহর আদ্রার ওয়্যারলেস ময়দানে (বিবেকানন্দ ক্রীড়াঙ্গন) শুরু হয়েছিল ‘ক্ষমা বাউরি স্মৃতি বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতা’। অংশ নিয়েছিল পুরুলিয়া জেলার ২৪টি দল। রবিবার স্বামী বিবেকানন্দর জন্মদিবসে হয় ফাইনাল খেলা। উপস্থিত ছিলেন কাশীপুরের বিধায়ক স্বপন বেলথরিয়া ও রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.