শেষ হল হাওড়া জেলা বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেষ হল ৬৩ তম হাওড়া জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০-১১ জানুয়ারি গঙ্গাধরপুর বিএড কলেজের মাঠে এর আয়োজক জেলা ক্রীড়া সংস্থা। মোট ৯২টি বিভাগে যোগ দেন প্রায় ৩৪০ জন অ্যাথলিট। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন বিধায়ক সন্তোষ দাস, সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, নজর কেড়েছেন বিপ্লব দাস (১০০ ও ২০০ মিটার দৌড়), জয়জিৎ পাত্র (১০০ ও ৬০০ মিটার দৌড়), অভিজিৎ পণ্ডিত (৪০০ মিটার), অভিজিৎ মান্না (১৫০০ মিটার) ও ঝুনু পাঁজা (১০০ মিটার হার্ডল)।
|
শ্রীরামপুরে কংগ্রেসের মিছিল |
রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন এবং পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামল কংগ্রেস। সোমবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন গাঁধী ময়দান থেকে মাহেশ পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন দলের রাজ্য নেতা আব্দুল মান্নান। |