টুকরো খবর
খুচরো মূল্যবৃদ্ধি ১০ শতাংশের নীচে

১৩ জানুয়ারি
দশ শতাংশের নীচে নামল খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। শাক-সব্জি ও ফলের দাম কিছুটা কমায় দু’মাস বাদে ডিসেম্বরে এই হার নেমে এল ৯.৮৭ শতাংশে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, ক্রেতাদের মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার নভেম্বরে ছিল ১১ শতাংশের উপরে। নভেম্বরের সংশোধিত হার ১১.১৬%, প্রাথমিক হিসাবে তা ছিল ১১.২৪%। খুচরো মূল্যবৃদ্ধি একটু কমায় রিজার্ভ ব্যাঙ্ক আগামী ২৮ জানুয়ারির ঋণনীতি পর্যালোচনায় সুদ কমানোর সম্ভাবনা খতিয়ে দেখতে পারে বলে আশাবাদী শিল্প ও শেয়ার বাজার মহল।

নবরূপে ন্যানো
বাজার ধরতে একগুচ্ছ সুবিধা-সহ নতুন ন্যানো আনল টাটা মোটরস। সোমবার ‘ন্যানো ট্যুইস্ট’ নামের এই গাড়িটি বাজারে ছেড়েছে সংস্থা। একলাখি তকমা নিয়ে পাঁচ বছর আগে দৌড় শুরুর পরও সে ভাবে ব্যবসা করতে পারেনি গাড়িটি। এর পরই নতুন ভাবে ন্যানোকে ক্রেতার দরবারে হাজির করাতে উদ্যোগী হন টাটারা। গত বছর কিছু নতুন সুবিধা যোগ করার পরে এ বার আরও একধাপ এগিয়ে ন্যানো ট্যুইস্ট-এ ‘পাওয়ার স্টিয়ারিং’-এর সুবিধা এনেছে সংস্থা। আছে আধুনিক প্রযুক্তি ও বিনোদনের সুবিধাও। সংস্থার অন্যতম কর্তা রঞ্জিৎ যাদবের দাবি, যানজটে ‘পাওয়ার-স্টিয়ারিং’ বাড়তি সুবিধা দেবে চালককে।

রাজারহাট ক্যাম্পাসের জমি নিয়ে পার্থের সঙ্গে কথা উইপ্রোর
রাজারহাটে দ্বিতীয় ক্যাম্পাসের জমি নিয়ে কথা বলতে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন উইপ্রোর অন্যতম কর্তা হরি হেগড়ে। যদিও বৈঠক শেষে হেগড়ে জানান, এটি নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎকার। তবে সংশ্লিষ্ট সূত্রে খবর, এসইজেড জটে আটকে থাকা ৫০ একর জমি তথ্যপ্রযুক্তি সংস্থাটিকে দেওয়া নিয়ে কথা হয়েছে। একরে ১.৫০ কোটি টাকা দিয়ে রাজারহাটে জমি কিনেছিল উইপ্রো, ইনফোসিস। ইনফোসিস পুরো টাকা মেটালেও, উইপ্রো এখনও পর্যন্ত ২৫% টাকা দিয়েছে। তথ্যপ্রযুক্তি রফতানিকারী সংস্থাগুলি ব্যবসায়িক কারণেই এসইজেড সুবিধা ছাড়া ওই অঞ্চলে ক্যাম্পাস তৈরিতে রাজি নয়। কিন্তু রাজ্য এসইজেড নীতির বিরোধী। এ অবস্থায় সেখানে উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাস গড়ার কাজও এগোয়নি। পার্থবাবু জানান, তাঁরা এসইজেড বিরোধী। তাই বিকল্প প্রস্তাব চাওয়া হয়েছে উইপ্রোর কাছে। তবে, সেটা কী, তা নিয়ে মুখ খোলেননি তিনি।

পিএফে ৮.৭৫% সুদের সুপারিশ

১৩ জানুয়ারি
প্রফিডেন্ট ফান্ডে সুদের হার চলতি ২০১৩-’১৪ অর্থবর্ষের জন্য বাড়িয়ে ৮.৭৫% করার সুপারিশ জানাল কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষের (ইপিএফও) কেন্দ্রীয় অছি পরিষদ। ২০১২-’১৩ সালে তা ছিল ৮.৫০%। সোমবার পরিষদের বৈঠকে পৌরোহিত্য করেন শ্রমমন্ত্রী অস্কার ফার্নান্ডেজ। অর্থ মন্ত্রকের সায় মিললেই প্রায় ৫ লক্ষ সদস্যের অ্যাকাউন্টে বাড়তি সুদ জমা হবে, জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কর্মীদের আমানত ভিত্তিক জীবনবিমার ক্ষেত্রেও বিমাকৃত অর্থ বাড়ানোর কথা ঘোষণা করেছে পরিষদ। কর্মরত অবস্থায় মারা গেলে সংশ্লিষ্ট কর্মীর পরিবার জীবনবিমা খাতে ১.৫৬ লক্ষ টাকা পাবে, আগে যা ছিল ১.৩০ লক্ষ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.