১০০ দিন প্রকল্পে যন্ত্র দিয়ে কাজ করা হয়েছে। শ্রমিকদের তিন দিন কাজ করিয়ে সাত দিনের টাকা তোলা হয়েছে। এই সব নানা অভিযোগ উঠেছে নন্দীগ্রাম পঞ্চায়েতে। এদরাকপুর গ্রামের বাসিন্দাদের একাংশ বিডিও, জেলাশাসক, পঞ্চায়েত সমিতিতে জানিয়েছেন। মুরারই ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আলি রেজার দাবি, “সম্প্রতি এদরাকপুর গ্রামের কবরস্থানে আগাছা পরিষ্কার করা হয়। মাটি ভরাট না করে ১ লক্ষ ৫৯ হাজার ৬৫৬ টাকার কাজ করা হয়েছে বলে, টাকা তোলা হয়েছে। ভুতনাগোড়া গার্ডওয়াল ভরাটের কাজে ১ লক্ষ ৮২ হাজার ৭১০ টাকার কাজ করতে গিয়ে শ্রমিকদের বঞ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সমবায় ও কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের যোগসাজোসে হয়েছে।” গ্রামবাসী সুরিত আলি, আশরাফুল ইসলাম, মনিরুল ইসলামদের অভিযোগ, “গ্রামে এর আগেও একটি নালা ঢালাইয়ের কাজে গ্রামের তৃণমূল সদস্য কবিতা রবিদাস তিন দিন কাজ করিয়ে সাত দিনের টাকা তুলে নিয়েছেন।” অভিযোগ অস্বীকার করেছেন ওই সদস্য। পঞ্চায়েত প্রধান সালমা সুলতানা বলেন, “অভিযোগের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি। তবে নালা ঢালাইয়ের কাজে তিন দিন শ্রমিকেরা কাজ করেছেন। সাত দিনের টাকা সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য তুলে নেওয়ায়, আমি বাকি টাকা পরে ওই সদস্যকে ফেরত দেওয়ার জন্য বলেছি। বাকি যে দু’টি কাজের কথা বলা হয়েছে, ওই কাজ এখনও শেষ হয়নি এবং কাজের টাকাও তোলা হয়নি।”
|
চার বছরের শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেখা মাহারা ও তার ভাই হেমন্ত মাহারাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃতদের সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক রেখার জামিন আবেদন মঞ্জুর করেন। হেমন্তকে চার দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। ২৯ ডিসেম্বর সিউড়ি থানা এলাকার ওই চার বছরের মেয়েটির শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পয়লা জানুয়ারি রাতে সিউড়ি রুটি পাড়ার বাসিন্দা মতি শেখ এবং তার পড়শি রেখা ও হেমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। পুলিশ জানায়, মূল অভিযুক্ত মতিকে গত ৩ জানুয়ারি রাতে দুবরাজপুর থানার কয়থানপুর গ্রাম থেকে ধরা হয়। রবিবার রাতে সাঁইথিয়া এলাকা থেকে রেখা ও হেমন্তকে ধরা হয়। ১৭ জানুয়ারি মতি ও হেমন্তকে ফের আদালতে তোলা হবে।
|
স্কুলে ভর্তি ফি বেশি নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দিলেন অভিভাবকদের একাংশ। মাড়গ্রামের সন্তোসপুর জে.এম বিদ্যায়তনের ঘটনা। সোমবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছিল। অভিবভাবকদের একাংশ দাবি করেন, পাশের এলাকার স্কুলের থেকেও এই স্কুলে ভর্তি ফি বেশি নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “স্কুল পরিচালন কমিটির সিদ্ধান্ত মতো ফি নেওয়া হচ্ছে।” স্কুল পরিচালন কমিটির সম্পাদক মহম্মদ রফিউদ্দিন বলেন, “সরকারি নির্দেশাবলী মেনে ফি নেওয়া হচ্ছে।”
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রেন্টু শা (২৭)। বাড়ি মাড়গ্রাম থানার ফুলিডাঙায়। শনিবার দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তায়, চিলা সেতু সংলগ্ন এলাকায়।
|
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সোমবার মুরারই ও চাতরা স্টেশনের মাঝে ট্রেনে কাটা এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল রেল পুলিশ।
|
মুরারই
মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণিসম্পদ মেলা।
আয়োজক: মুরারই ২ পঞ্চায়েত সমিতি।
স্থান: পাইকর ব্লক ময়দান। বুধবার উদ্বোধন। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
ইলামবাজার
জয়দেব-কেঁদুলিতে শুরু হচ্ছে জয়দেব মেলা।
আজ, দুপুর ২টোয় উদ্বোধন। উপস্থিত থাকছেন জেলা পরিষদের সভাধিপতি
বিকাশ রায়চৌধুরী,
ডিএম জগদীশপ্রসাদ মিনা, এসপি সি সুধাকর,
জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। |