জটিল রোগ নির্ণয়ে একাধিক পরিষেবা শুরু হয়েছে আদ্রার একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি সেখানে আইসিসিইউ এবং সদ্যোজাতদের বিশেষ চিকিত্সার জন্য এনআইসিইউ বিভাগ চালু হয়েছে। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ ২৪ ঘণ্টা খুলে রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সত্যরঞ্জন চৌধুরী। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ২০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চালু হয়। সম্প্রতি শুরু হয়েছে সিটি স্ক্যান বিভাগ। জটিল রোগ নির্ণয়ে ফুলঅটো অ্যানালাইজার ও সিএআরএম দু’টি রোগ নির্ণয় মেশিন চালু করা হয়েছে।
|
কৃষ্ণনগরের চিকিৎসকদের সামাজিক সংগঠনের মুখপত্র প্রকাশ অনুষ্ঠান হল রবিবার দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে। ‘কথামুখ’ শীর্ষক ওই মুখপত্রের উদ্বোধন করেন দ্য মিশন হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু। ছিলেন সংগঠনের সভাপতি প্রমথেশ দাস মহাপাত্র। তিনি জানান, দেড় দশকেরও বেশি সময় ধরে তাঁদের সংগঠন বেড়ে উঠেছে। প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করেন তাঁরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দ্য মিশন হাসপাতাল।
|
হরিশ্চন্দ্রপুর থানা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে থানা চত্বরে রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছিল। সকাল থেকে এ শিবিরে ৫৯৮ রোগীর নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাঁদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। |