টুকরো খবর
রাজ্যপালের সফরের প্রস্তুতি
আগামী ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার সবংয়ে আসছেন রাজ্যপালের এম কে নারায়ণন। রাজ্যপালের সফর ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। আজ, সোমবার সবংয়ের বসন্তপুর ব্রহ্মময়ী হাইস্কুল ময়দানে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার নামানো হবে। হেলিপ্যাড তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রাজ্যপাল দশগ্রাম সতীচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কপ্টারে বসন্তপুর পৌঁছনোর পরে প্রায় ২০ কিলোমিটার সড়কপথে গিয়ে রাজ্যপালকে দশগ্রামে পৌঁছতে হবে। রাজ্যপাল আসার দিন সবংয়ে প্রায় দু’শো পুলিশকর্মী মোতায়েন হবে বলে জানা গিয়েছে। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর বলেন, “রাজ্যপালের সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।”

কৃষি-প্রাণী-মত্‌স্য মেলা
শুরু হল কেশিয়াড়ি ব্লক কৃষি, প্রাণী ও মত্‌স্য মেলা। শনিবার কেশিয়াড়ি রবীন্দ্রভবনে মেলা উদ্বোধনের পাশাপাশি একটি কমিউনিটি হলেরও আনুষ্ঠানিক সূচনা হয়। মেলা উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সোমা দণ্ডপাট। উপস্থিত ছিলেন বিডিও অসীমকুমার নিয়োগী, ব্লক কৃষি আধিকারিক ভীমচরণ হেমব্রম। মেলা চলবে আজ, সোমবার পর্যন্ত। তিনদিনে ব্লকের ৫০ জনকে কৃষিকাজ, প্রাণী ও মত্‌স্য প্রতিপালনের প্রশিক্ষণ দেওয়া হবে। মেলা প্রাঙ্গণে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। শনিবার মেলা উদ্বোধনের পর কেশিয়াড়ি কমিউনিটি হলের উদ্বোধন করেন বিডিও অসীমকুমার রক্ষিত। প্রায় ৪০০ বর্গফুট এই কমিউনিটি হল ৩০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর।

চাল চুরি, ধৃত তিন
মিড ডে মিলের চাল চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি আনন্দপুরের। ধৃতদের নাম ছোট্টু সিংহ, সুমন সিংহ, বাটুল সিংহ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া চালও উদ্ধার হয়েছে। আনন্দপুর গালর্স হাইস্কুলের মিড ডে মিলের প্রায় ৩ কুইন্ট্যাল চাল শনিবার রাতে চুরি যায়। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হয়। দেখা যায়, স্কুলের যে রুমে চালের বস্তা ছিল, সেই রুমের তালা ভাঙা। ঘটনার জেরে শোরগোল পড়ে। স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিশ। পরে আনন্দপুর থেকেই চুরি যাওয়া চালের বস্তাগুলো উদ্ধার হয়। ৩ জনকে গ্রেফতার করা হয়। তদন্ত চলছে। ধৃতদের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বন্দুক উদ্ধার
একশো দিনের কাজে মাটি খুঁড়তে গিয়ে বন্দুক উদ্ধারের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় শালবনির আড়াবাড়িতে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আড়াবাড়ি ফুটবল মাঠের পাশে একশো দিনের কাজ প্রকল্পে মাটি খোঁড়া হচ্ছিল। কিছুটা মাটি খোঁড়ার পরই একটি একনলা বন্দুক দেখা যায়। বন্দুকটি অচল। পরে পুলিশ গিয়ে বন্দুকটি উদ্ধার করে। তদন্ত শুরু হয়েছে।

এবিটিএ-র উদ্যোগে ক্রীড়া
এবিটিএ’র উদ্যোগে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর কলেজ মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধন করেন এবিটিএ-র জেলা সম্পাদক অশোক ঘোষ। সব মিলিয়ে ৩০টি বিভাগে দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে। মহকুমাস্তরের প্রতিযোগিতায় যারা সফল হয়েছে, তারা জেলাস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।

প্রীতি ক্রিকেট
শিক্ষকদের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি হাইস্কুল মাঠে। গত শুক্রবার এই প্রীতি ম্যাচে খেলেন চুয়াডাঙা হাইস্কুল এবং পাঁচখুরি হাইস্কুলের শিক্ষকেরা। পড়শি স্কুলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি ও পড়ুয়াদের পড়াশোনা ছাড়াও খেলাধুলোয় উত্‌সাহ দিতে এই উদ্যোগ বলে দুই স্কুল কর্তৃপক্ষ জানান। প্রীতি ম্যাচে জিতেছে পাঁচখুরি।

স্কুল ক্রীড়া
শহরের ভগবতী শিশু শিক্ষায়তনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শনিবার। বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) মাঠে প্রতিযোগিতা হয়। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.