সবুজায়নে চারা বিলি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
নিগমের অনুষ্ঠানের আপ্যায়নের খরচ সাশ্রয় করে অতিথিদের চারাগাছ বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বন উন্নয়ন নিগম কর্তৃপক্ষ। রবিবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ওই পরিকল্পনার কথা জানান। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সবুজায়নের স্বপ্ন সফল করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিগমের অনুষ্ঠানে অ্যাপায়নের খরচ বাঁচিয়ে অতিথিদের চারাগাছ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ দিন রবীন্দ্রনাথবাবু মাথাভাঙার এক ফুলমেলার অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় সরকারি বেসরকারি সংস্থার কর্তাদের কাছে অনুষ্ঠানের টাকা সাশ্রয় করে গাছ বিলির পথে হাঁটার আর্জি জানান। কোচবিহার জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানেও একই ভাবে চারাগাছ বিলির উদ্যোগ নিতে জেলাশাসকের সঙ্গেও তিনি কথা বলেছেন। |
হাতির দাঁত পাচারের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
হাতির দাঁত পাচারের অভিযোগে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে অসমের বঙ্গাইগাঁও শহরের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের নাম রাজু রায়। তার বাড়ি ধুবুরি জেলার যোগীঘোপা থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁতের টুকরো। এ দিন একটি ব্যাগে করে হাতির দাঁত নিয়ে এসে ট্যাক্সি ভাড়া করার সময় ট্যাক্সি চালকদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। |
কাঠ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুষ্কৃতীকে ধরেছে বন কর্মীরা। শনিবার গভীর রাতে ইসলামপুর থানার সাপনিকলা জঙ্গল থেকে তাকে ধরা হয়। ৭০ হাজার টাকার শাল কাঠও আটক করেছে বন দফতর। ধৃত মহম্মদ খাজিমুদ্দিন ইসলামপুর থানার বড়পুটিয়ার বাসিন্দা। রাতে জঙ্গলে টহল দেওয়ার সময় জঙ্গলের মধ্যে গাছের কাটা অংশ দেখতে পেয়ে বন কর্মীদের সন্দেহ হয়। |
জলাশয়ে বিষ দেওয়ায় ব্রহ্মপুত্রের তীরে অনেক পাখির মৃত্যু হয়েছে। সে গুলির মধ্যে রয়েছে কয়েকটি পরিযায়ী পাখিও। ঘটনাটি ঘটেছে যোরহাটে। পশুপ্রেমীরা জানান, ব্রহ্মপুত্রের কাছে বরচরোলা বিলে শীতকালে হাজার-হাজার পাখি আসে। স্থানীয় পাখি শিকারিরা বিলের জলে বিষ মেশানোয় পাখিদের মড়ক শুরু হয়। |