দুর্ঘটনায় মৃত্যু শিশুর, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
ঘড়িতে তখন ৮ টা বেজে ২০ মিনিট। পাড়ার মাইকে ভেসে আসছে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের হওয়ার ঘোষণা। যোগ দেওয়ার কথা ছিল সাত বছরের স্বপ্নদীপেরও। নতুন জামাকাপড় পরে পাশে জেঠিমার বাড়ি দেখাতে গিয়েছিল সে। দরজার গ্রিল ধরে বেশ কয়েকবার জেঠিমাকে ডাকও দিয়েছিল। কিন্তু নতুন জামা দেখার সৌভাগ্য হল না জেঠিমার। তার আগেই দ্রুতগতিতে আসা একটি পিক-আপ ভ্যান দেওয়ালের সঙ্গে পিষে দেয় স্বপ্নদ্বীপের। রবিবার সকালে বীরশিবপুরের নারকেলতলা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত স্বপ্নদীপ অধিকারী (৭) প্রথম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায় এবং রাস্তায় বাঁশ ঘিরে অবরোধ শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
ঘরের মধ্যে বাবার ঝুলন্ত দেহ ও খাটে মেয়ের দেহ উদ্ধার হল চুচুঁড়ায়। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা দু’জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, চুঁচুড়ার মিয়ারবেড় এলাকার ঢাকি ময়রা গলির বাসিন্দা সুখরঞ্জন দে (৪০) ওষুধের দোকানে কাজ করতেন। মেয়ে শ্রুতি (১২) চুচুঁড়া বালিকা শিক্ষামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। মা লক্ষ্মী দেবী পরিচারিকার কাজ করেন। লক্ষ্মীদেবী বলেন, “রোজকার মতো সাড়ে ৯টা নাগাদ ফিরে দেখি ঘরের দরজা হাট করে খোলা। দেখি চালের বাঁশ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় স্বামী ঝুলছে। খাটে পড়ে আছে মেয়ের নিথর দেহ।” |
মাছ বিক্রি করতে গিয়ে প্রহৃত হলেন এক মাছ ব্যবসায়ী। শনিবার সকালে গোঘাটের বাবুরামপুরের ঘটনা। মাছ-টাকা লুঠ ও সাইকেল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা ফরিদ খান এবং তাঁর লোকজনদের বিরুদ্ধে। মনোয়ার আলি গায়েন নামে ওই মাছব্যবসায়ী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ফরিদ-সহ ১০ জনের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। |