টুকরো খবর
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একজোট সব ইউনিয়ন
চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে একজোট হল গোর্খা জনমুক্তি মোর্চা ও ডুয়ার্স-তরাইয়ের আদিবাসী বিকাশ পরিষদের শ্রমিক ইউনিয়নগুলি। পাহাড়ের আওতায় ডুয়ার্স-তরাইয়ের কতটা আসবে, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও এই ইস্যুতে ইউনাইটেড টি ওয়ার্কার্স ফ্রন্টের (ইউটিডব্লিউএফ) আওতায় একযোগে আন্দোলনে নেমেছে তারা। বর্তমানে চালু চা শ্রমিকদের বেতন চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। ইউটিডব্লিউএফ-এর দাবি, এর মধ্যেই নতুন বেতন চুক্তি সম্পূর্ণ করতে হবে। এবং বর্তমান বাজার দর অনুযায়ী, ন্যূনতম মজুরি হতে হবে দৈনিক ৩২২ টাকা। এই হিসেব বিধিসম্মত ভাবেই করা হয়েছে বলেও দাবি তাদের। তাদের অভিযোগ, যে-হিসেবে এখন মজুরি দেওয়া হয়, তা ঠিক নয়। বাগান মালিকদের অবশ্য দাবি, সামাজিক সুরক্ষা-সহ বিভিন্ন খাতে শ্রমিক পিছু আলাদা অর্থ বরাদ্দ করা হয়। যদিও ইউটিডব্লিউএফ-এর দাবি, অধিকাংশ বাগানেই সামাজিক সুরক্ষা অত্যন্ত নিম্নমানের। সরকারও এ বিষয়ে চুপ। এমনকী পুরুষ শ্রমিকদের মজুরি থেকেও বাদ দেওয়া হয় মাতৃত্বকালীন সুবিধা! গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ন্ত্রিত দার্জিলিং-তরাই-ডুয়ার্স প্লান্টেশন লেবার ইউনিয়ন ও আদিবাসী বিকাশ পরিষদ নিয়ন্ত্রিত তরাই-ডুয়ার্স প্রোগ্রেসিভ প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে ওই মঞ্চে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নিয়ন্ত্রিত টি ওয়ার্কার্স ইউনিয়নও। তবে ইউটিডব্লিউএফ বাকি চা শ্রমিক ইউনিয়নগুলিকেও এই মঞ্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

নয়া বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র
বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চালু করল ক্ষুদ্র-ঋণ সংস্থা বন্ধন। আতিথেয়তা পরিষেবা, তথ্যপ্রযুক্তি, আউটসোর্সিং, বিপণন, এয়ারকন্ডিশনার-রেফ্রিজারেটর ইত্যাদি মেরামত-সহ বিভিন্ন ক্ষেত্রে হাতেকলমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে ওই সব কেন্দ্রে। বন্ধনের সিএমডি চন্দ্র শেখর ঘোষ বলেন, “ইতিমধ্যেই রাজ্যে চারটি প্রশিক্ষণ কেন্দ্র আমরা খুলেছি। আরও চারটি কেন্দ্র খুব শীঘ্রই চালু করা হবে। এর মধ্যে রাজ্যে দুটি এবং বিহার ও অসমে একটি করে। ওই সব কেন্দ্রে বছরে ১২০০ জনকে প্রশিক্ষণ দেওয়াই আমাদের লক্ষ্য।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.