আশ্রমের পরিবেশকে দূষণ মুক্ত রাখার পাশাপাশি বিশ্বভারতীর উত্সব ও অনুষ্ঠানে আগত শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য খুব শীঘ্রই চালু হতে চলেছে ব্যাটারি চালিত গাড়ি। আপাতত এই পরিষেবা দেওয়ার জন্য শনিবার রাতে বেঙ্গালুরু থেকে আনা হয়েছে ১৪টি আসনের একটি গাড়ি। বিশ্বভারতীর শারীরশিক্ষা, ছাত্রকল্যাণ ও জাতীয় সেবা প্রকল্পের অধিকর্তা মণিমুকুট মিত্র বলেন, “উপাচার্যের উদ্যোগে এই ব্যাবস্থা খুব শীঘ্রই শান্তিনিকেতনে চালু হতে চলেছে।” বাড়তি পর্যটক এবং রবীন্দ্র অনুরাগীদের কথা মাথায় রেখে পরবর্তী কালে এই গাড়ির সংখ্যা বাড়ানো হবে বলে বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে।
|
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ |
বিজেপিতে যোগ দিলেন রামপুরহাট থানা বড়শাল পঞ্চায়েতের মাঝখণ্ড সংসদের প্রাক্তন তৃণমূল সদস্য ষষ্ঠী বাউড়ি-সহ শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। রবিবার বড়শাল হাইস্কুলে বিজেপির অঞ্চল কমিটির কর্মী সম্মেলন হয়। সেখানে রামপুরহাটের স্বর্গপুর, পাখুড়িয়া, বলরামপুর, বড়শাল গ্রামের বেশ কয়েক জন বামপন্থী কর্মীও বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। জেলা পর্যবেক্ষক শুভ নারায়ণ সিংহ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
|
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শ্রীনিকেতনে শুরু হতে চলেছে মাঘমেলা। শনিবার এই মেলা নিয়ে একটি বৈঠক হয়। মেলাকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য বেশ কিছু কমিটি গঠন করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। মেলার উদ্যোক্তা বিশ্বভারতী কর্মী সঙ্ঘ। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধিকর্তা, অধ্যক্ষ এবং কর্মিসঙ্ঘ ও কর্মী পরিষদের কর্মকর্তারা।
|
বোলপুর
বিবেকানন্দের ১৫২তম জন্মদিন এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রতিষ্ঠার
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
রবিবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। মঙ্গলবার পর্যন্ত চলবে।
বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তাঁতারপুর এলাকার
একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান তিন দিন চলবে।
‘মাটি, কৃষি, উদ্যানপালন, মত্স্য ও প্রাণিসম্পদ’ মেলা রবিবার
শুরু হয়েছে শ্রীনন্দা হাইস্কুল মাঠে।
মঙ্গলবার পর্যন্ত চলবে।
ইলামবাজার
মঙ্গলবার থেকে জয়দেব-কেঁদুলিতে শুরু হচ্ছে জয়দেব মেলা। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। |