পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান হিসেবে পারভেজ মুশারফ আল কায়দা এবং তালিবান নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন আমেরিকার প্রাক্তন প্রতিরক্ষা সচিব রর্বাট গেটস। গেটসের আরও অভিযোগ, আফগানিস্তানে এই জঙ্গি সংগঠনগুলির সুবিধা করে দিতে তাদের সঙ্গে চুক্তিও করেছিলেন মুশারফ। শীঘ্রই প্রকাশিত হতে চলেছে গেটসের লেখা বই ‘ডিউটি: মেমোরিজ অফ এ সেক্রেটারি অ্যাট ওয়ার’। বইতে গেটস লিখেছেন, ২০০৭ সালে মুশারফকে তিনি জঙ্গিদের বিরদ্ধে বেশ কিছু নির্দিষ্ট পদক্ষেপ করতে অনুরোধ করেছিলেন। সেই সঙ্গে তালিবান এবং বিচ্ছিন্নতাবাদী তিন নেতাকে গ্রেফতার করতে বলেছিলেন। কিন্তু মুশারফ কিছুই করেননি। |
এক লাখ ৬০ হাজার টাকার সিগারেট লুকিয়ে রাখার অপরাধে শ্রীলঙ্কায় তিন ভারতীয়কে গ্রেফতার করা হল। রবিবার সকালে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে। ধৃত তিন জন মালয়েশিয়া থেকে আসছিলেন। তাঁদের কাছ থেকে ৪০০ কার্টুন সিগারেট উদ্ধার হয়েছে। এক জনকে ৫০ হাজার টাকা এবং বাকি দু’জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। |
আগুন লেগে মারা গেলেন এক দম্পতি এবং তাঁর চার সন্তান। রবিবার দক্ষিণ চিনের বাইউয়ান জেলায় একটি বহুতলের এক তলায় আগুন লাগে। তখন পরিবারের ছয় সদস্যই ঘুমোচ্ছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান প্রত্যেকেই। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। |
হেলিকপ্টার ভেঙে পড়ে মারা গেলেন পাঁচ জন। কলম্বিয়ার আনোরিতে। মৃতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর তিন জন, এক জন পুলিশ অফিসার এবং কপ্টার-চালক। দুর্ঘটনার কারণ জানা যায়নি। |