খেলার টুকরো খবর

জিতল গোয়েঙ্কা
বর্ধমানে রাজনন্দিনী কাপের একটি মুহূর্ত। রবিবার উদিত সিংহের তোলা ছবি।
রাজনন্দিনী কাপের চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান গোয়েঙ্কা স্পোর্টিং ক্লাব। বর্ধমানের মালির বাগান মাঠের এই খেলায় তারা ফাইনালে ৫ উইকেটে বীরভূমের দুবরাজপুর রয়্যাল বেঙ্গল একাদশকে হারিয়েছে। রয়্যাল বেঙ্গল ৮ ওভারে ৫৯-৭ করে। গোয়েঙ্কা স্পোর্টিং সাত ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রতিযোগিতার সেরা ভি পি সিংহ ও ম্যাচের সেরা গোপাল সিংহ। দু’জনই বিজয়ী দলের। প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধন করেন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী ও অভিজিত গঙ্গোপাধ্যায়। পুরষ্কার বিতরণ করেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন অভিনেতা রূদ্রনীল ঘোষ ও অনন্যা চট্টোপাধ্যায়।

জয়ী এক্সএকাদশ
নওজওয়ান ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার শনিবারের প্রথম খেলায় জয়ী হয় এক্সএকাদশ। তারা বার্নপুর বয়েজ স্কুল মাঠে বিবিএইচএসকে ৩২ রানে হারায়। প্রথমে ব্যাট করে এক্স একাদশ ৫ উইকেটে ১২৪ রান করে। জবাবে বিবিএইচএস নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৯২ রানের বেশি তুলতে পারেনি। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় নেতাজি এসসি। তারা এবিটাইপকে ২৭ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নেতাজি ৫ উইকেটে ৯৫ রান করে। জবাবে এবিটাইপের ইনিংস ৬৮ রানে শেষ হয়ে যায়।

ফাইনালে বর্ধমান
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের ফাইনালে উঠল গত বারের খেতাব জয়ী বর্ধমান। তারা সেমিফাইনালে ৬ উইকেটে শিলিগুড়িকে হারিয়েছে। প্রথমে শিলিগুড়ি ৪৫ ওভারে ১৬৩-৬ করে। বর্ধমানের অরিত্র দাস, দেবজ্যোতি মিশ্র ও অরুনাভ বন্দ্যোপাধ্যায় দু’টি করে উইকেট দখল করেন। পরে বর্ধমান ৩১.৪ ওভারে করে ১৬৪-৪। তাদের ঐশিক প্যাটেল অপরাজিত ৫৭ করে, সৌমব্রত নাগ করে ৫৩ রান। ফাইনালে তাদের খেলতে হবে অন্য জোনের বিজয়ী দলের সঙ্গে।

হারল ধানবাদ
নিয়ামতপুর ইউসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কলকাতা একাদশ। তারা নিয়ামতপুর কালিমন্দির মাঠে ধানবাদ একাদশকে ৩৪ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে কলকাতা ৭ উইকেটে ১১৫ রান করে। জবাবে ধানবাদের ইনিংস ৮১ রানে শেষ হয়ে যায়। পুরস্কার বিতরণ করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায়, কুলটি পুরসভার উপপ্রধান বাচ্চু রায়। আয়োজক সংস্থা জানিয়েছে, প্রতিযোগিতায় ৮টি দল যোগ নিয়েছে।

হারল তরুণ সঙ্ঘ
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ ম্যাচে ওয়েষ্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাব বা ডবলিউবিএসি ৪ উইকেটে হারিয়েছে তরুণ সঙ্ঘকে। খেলাটি হয় বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে তরুণ ৩৪ ওভারে ১৩৬ করে। পরে ৩৩.৩ ওভারে ডবলিউবিএসি করে ১৩৯-৬। ডবলিউবিএসির সাগর সেন ২০ রানে ৩ উইকেট নিয়ে এবং ব্যাটিংয়ের সময় ২০ রান করে ম্যাচের সেরা।

জিতল রানিগঞ্জ
স্বরাজ স্মৃতি সঙ্ঘের উদ্যোগে আমন্ত্রিত নকআউট ফুটবলে রবিবার জয়ী হয় রানিগঞ্জ এফসিসি। তারা খাড়শুলি মাঠে ঝাটিডাঙা ইউসিকে ২-১ গোলে হারিয়ে দেয়। এ দিন খেলা শুরুর আগে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্বামী দেবানন্দ। আয়োজক সংস্থার সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জানান, প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিচ্ছে।

জয়ী সিএমএস
বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৪ বাস্কেটবলের এক দৃশ্য। —নিজস্ব চিত্র।
তপন চৌধুরী মোমোরিয়াল কাপ অনূর্ধ্ব ১৪ বাস্কেটবলে খেতাব জিতল সিএমএস স্পোর্টস ক্লাব। ফাইনালে তারা ৩৮-৩৪ পয়েন্টে আয়োজক বিনোদীমাধব সামন্ত কোচিং কেন্দ্রকে হারিয়েছে। প্রতিযোগিতার সেরা হয়েছে সিএমএসের অমিত পাশি। সর্বোচ্চ স্কোর করেছেন কল্যাণ স্মৃতি সঙ্ঘের অগ্নিমিত্র নাগ।

হারল সচিন
নওজওয়ান ক্লাবের উদ্যোগে বার্ণপুর বয়েজ স্কুল মাঠে স্বামী বিবেকানন্দ স্মরণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হল। সেখানে সচিন একাদশকে ২২ রানে হারিয়ে জয়ী হয় সৌরভ একাদশ। প্রথমে ব্যাট করে সৌরভ একাদশ ৬ উইকেটে ১২৭ রান করে। জবাবে সচিন একাদশ ১০৫ রানে গুটিয়ে যায়।

প্রীতি ফুটবল
নওজওয়ান ক্লাবের উদ্যোগে বার্নপুর বয়েজ স্কুল মাঠে স্বামী বিবেকানন্দ স্মরণে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.